Sunday, August 24, 2025

বুধবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তিলোত্তমা-সহ রাজ্যের একাধিক এলাকা।সকাল থেকেই পুরপ্রশাসনের পক্ষ থেকে জলবন্দি এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুপুরে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান পুরপ্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানান, প্রতিটা লকগেট খুলে শহরের জল নামানোর কাজ চলছে। তবে গঙ্গায় ভাঁটা থাকায় জল যতটা নেমে যাওয়ার কথা ততটা নামেনি।”
বৃহস্পতিবার দুপুরে একবালপুরে বস্তি অঞ্চলগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সেখানে ফিরহাদ হাকিম বলেন, “অনেকের বাড়িতে জল ঢুকে গেছে। সব স্কুল খুলে দেওয়ার জন্য ওসিকে পাঠিয়েছি। স্কুল খুলে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে ও জল দেওয়া হবে।” অন্যদিকে জল জমেছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও ,সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকের রাস্তাও সম্পূর্ণ জলের তলায়। ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে, টানা বৃষ্টির জেরে দ্বারকেশ্বরের জলস্তর বেড়ে থৈ থৈ আরামবাগ। উত্তরপাড়ার বেশ কিছু জায়গা জলমগ্ন। শহরের একাধিক জায়গায় জল জমেছে। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজারের রেল লাইনের কালভার্টের তলায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ। মাখলা এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে যাতায়াত করছে। সকাল থেকেই বিষয়টি তদারক করছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী। তিনি জানান, ওই সমস্ত পরিবারগুলি জন্য খাবার ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version