Monday, August 25, 2025

মহারাষ্ট্রের পালঘরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত বহু

Date:

বাজি কারখানায়(firecracker factory) ভয়াবহ বিস্ফোরণে যে রীতিমতো আতঙ্ক ছড়াল মহারাষ্ট্রের(Maharashtra) পালঘর জেলায়(palghar district)। ভয়াবহ এই বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় পুলিশ(police) ও দমকল বাহিনী(fire brigade)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পালঘর জেলার বনগাওঁ-দাহানু রাস্তার ধারে অবস্থিত বিশাল ফায়ারওয়ার্কস নামক এক কারখানায় আগুন লাগে। এদিন ওই কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে এসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫ কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ শোনা যায়। দুর্ঘটনার সময় কারখানার ভিতরে প্রায় ১০০ জন কাজ করছিল। তাদের মধ্যে ১০ জন এখনো পর্যন্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত কর্মীদের দাহানুর কটেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:উনি ওনাদের লোক: ধনকড়কে সরাতে তিনবার চিঠি লিখেছেন মমতা

আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, পাশাপাশি থার্মাল পাওয়ার স্টেশন আগুন নেভানোর কাজে লাগিয়েছে। শেষ পাওয়া খবরে, জোরালো হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version