স্ত্রী মাধুরীর ক্যামেরায় স্বামীর অভিনয়, ভাইরাল হল ভিডিও

ক্যামেরার সামনে তিনি বরাবরই অত্যন্ত স্বচ্ছন্দ। কিন্তু ক্যামেরার পিছনে? সেখানেও সমান পারদর্শী তিনি। মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene) । এবার আর এবার ক্যামেরার সামনে তার স্বামী ডক্টর শ্রীরাম নেনে (Dr Shriram Nene)। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রীরাম শেয়ার করেছেন একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে শ্রীরাম চেয়ারে বসে রয়েছেন, আর মিসেস দীক্ষিত ক্যামেরায় চোখ ভিডিয়ো করছেন। সম্ভবত, শ্রীরাম নেনের নতুন ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিয়োটির শুট করেছেন মাধুরী। ডক্টর নেনে’ এই নামে মাধুরীর স্বামীর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলেটিতে ডক্টর শ্রীরাম স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে রোজই নানা ধরনের আলোচনা করে থাকেন। ভিডিয়োটি পোস্ট করে শ্রীরাম লিখেছেন, ‘ব্যবসায় সেরা মানুষটির দ্বারা পরিচালিত। অভিযোগ করার মতো বেশি কিছুই নেই, তাই না? পুনশ্চ: তিনি ও ভীষণ রকমের পারফেকশনিস্ট’ হ্যাশট্যাগে জুড়ে দেন ‘বিহাইন্ড দ্য সিনস’ এবং ‘পরিচালনায় মাধুরী’। স্ত্রীর দক্ষতায় স্বামী যে মুগ্ধ আপ্লুত তা এই কমেন্ট দেখেই বোঝা যায়।

 

১৯৯৯ সালে শ্রীরাম নেনের সঙ্গে বিয়ে হয় মাধুরীর। অরিন-রায়ান দুই ছেলের গর্বিত বাবা-মা তাঁরা। বলিউডে এককালের হার্ট থ্রব এখন সপরিবারে মুম্বইতে থাকেন।