এই ঘন ঘোর বর্ষায় আবারো প্রেমে পড়লেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) । এই নিয়ে চতুর্থবার। প্রেমিক বিশিষ্ট ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী (businessman abhirup nag Choudhury)। নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে মুখ ফুটে কিছু না বললেও জানাজানি হতে কী আর সময় লাগে? বিশেষ করে নায়িকার নাম যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুজনে দুজনকে নিয়ে এতটাই মশগুল যে রাজনীতি লকডাউন সবকিছু পিছনে রেখে সদ্যই যুগলে পাহাড়ে কিছুদিন সময় কাটিয়ে এলেন। এই প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে সদ্যই অভিরূপের জন্মদিনে তাঁর আঙ্গুলে হিরের আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এসব নিয়ে কাউকে কিছুই বলেননি। কিন্তু বান্ধবীর প্রীতি উপহার পেয়ে মনের আবেগ ধরে রাখতে পারেননি প্রেমিক অভিরূপ। সটান ফেসবুকে সেই ছবি শেয়ার করে দিয়েছেন । অভিরূপ তাঁর আঙুলে প্রেমের আংটি পরা ছবির উপরে ভালবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ’। এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা আর বুঝতে কারো বাকি নেই। আর তাতেই সবাই দুয়ে দুয়ে চার করে নিয়েছে।

জানা গিয়েছে ইতিমধ্যেই শ্রাবন্তীর সদ্য-প্রাক্তন স্বামী রোশন আদালতে মামলা করেছেন। সব তিক্ততা ভুলে তিনি শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চান। কিন্তু শ্রাবন্তী চান না। তিনি এখন মন প্রাণ দিয়ে বসে আছেন ব্যবসায়ী অভিরূপকে
