বিজেপির “বঙ্গভঙ্গ” চক্রান্ত রুখতে এবার কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূলের সাংস্কৃতিক সেল

ফের সাংগঠনিক রদবদল তৃণমূলে। এবার রাজ্যের শাসক দলের পুরনো সাংস্কৃতিক সেল ভেঙে দেওয়া হল। গড়া হলো নতুন কমিটি। তৃণমূলের সাংস্কৃতিক সেলের সভাপতি হিসেবে আগেই নিয়োগ করা হয়েছিল টলিউডের জনপ্রিয় পরিচালক তথা ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীকে। এবার তাঁর নেতৃত্বেই আরও কিছু রদবদল করা হলো কমিটিতে।

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বাংলার মনীষীদের সামনে রেখে প্রচার চালাতে চাইছিল বিজেপি। যদিও মনীষীদের সম্পর্কে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের অজ্ঞতা বুমেরাং হয়েছে বিজেপির জন্য।

বিজেপি যাতে মনীষীদের নিয়ে রাজনীতি করতে না পারে তার জন্য এবার তৃণমূল চায় সারা বছর সাংগঠনিকভাবে সাংস্কৃতিক মঞ্চকে ব্যবহার করে তার প্রতিবাদ জারি রাখতে। মেরুকরণ রুখে দিতেও কাজ করবে সাংস্কৃতিক সেল। কোনও “বঙ্গভঙ্গ” নয়, উত্তর-দক্ষিণ ভাগাভাগি নয় , বিজেপির চক্রান্ত রুখে দিতে এই বার্তাই দেবেন সাংস্কৃতিক জগতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

আরও পড়ুন- সিএএ আন্দোলনকারীদের জামিনের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ দিল্লি পুলিশ