Saturday, November 8, 2025

বিজেপি সরকারের দ্বিচারিতা, অভিনব প্রতিবাদে সামিল কেদারনাথ মন্দিরের পূজারীরা

Date:

বিজেপি সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদে সরব কেদারনাথ মন্দিরের পূজারীরা। কেউ লাগাতার শীর্ষাসনে রয়েছেন, তো কেউ নির্জলা উপবাস করে প্রতিবাদ করছেন। দাবি একটাই, দ্রুত উত্তরাখণ্ড চারধাম দেবস্থানাম ম্যানেজমেন্ট বোর্ড প্রত্যাহার করে নিতে হবে।
আসলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে বোর্ড গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত চার ধামের বোর্ড আরও বড় করে গঠন করছেন।
উত্তরাখণ্ড সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই বোর্ড কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীতে আসা পুণ্যার্থী থেকে শুরু করে অনলাইনে পুজোর বুকিং, মন্দিরে বিগ্রহের অভিষেক-সহ যাবতীয় সিদ্ধান্ত নেবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে এলে ওই বোর্ড গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। কিন্তু বোর্ড প্রত্যাহারের বদলে তা আকারে আরও বাড়ানো হচ্ছে। এখানেই আপত্তি কেদারনাথ তীর্থ পুরোহিত সমাজের।

কেদারনাথ মন্দিরের পুরোহিত আচার্য সন্তোষ ত্রিবেদী হাড় কাঁপানো ঠান্ডায় শুরু করেছেন শীর্ষাসন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাত দিন ধরে এভাবেই থাকব। যদি রাজ্য সরকার ওই বোর্ড প্রত্যাহার না করে তাহলে সাত দিন পর আরো বড় আন্দোলনে নামব।’ প্রায় এক সপ্তাহ ধরেই কেদারনাথ মন্দিরের পূজারীরা বোর্ড প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গত রবিবারই পুরোহিতরা নির্জলা উপবাস করেছিলেন।

Related articles

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...
Exit mobile version