Saturday, May 3, 2025

বিজেপি সরকারের দ্বিচারিতা, অভিনব প্রতিবাদে সামিল কেদারনাথ মন্দিরের পূজারীরা

Date:

বিজেপি সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদে সরব কেদারনাথ মন্দিরের পূজারীরা। কেউ লাগাতার শীর্ষাসনে রয়েছেন, তো কেউ নির্জলা উপবাস করে প্রতিবাদ করছেন। দাবি একটাই, দ্রুত উত্তরাখণ্ড চারধাম দেবস্থানাম ম্যানেজমেন্ট বোর্ড প্রত্যাহার করে নিতে হবে।
আসলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে বোর্ড গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত চার ধামের বোর্ড আরও বড় করে গঠন করছেন।
উত্তরাখণ্ড সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই বোর্ড কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীতে আসা পুণ্যার্থী থেকে শুরু করে অনলাইনে পুজোর বুকিং, মন্দিরে বিগ্রহের অভিষেক-সহ যাবতীয় সিদ্ধান্ত নেবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে এলে ওই বোর্ড গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। কিন্তু বোর্ড প্রত্যাহারের বদলে তা আকারে আরও বাড়ানো হচ্ছে। এখানেই আপত্তি কেদারনাথ তীর্থ পুরোহিত সমাজের।

কেদারনাথ মন্দিরের পুরোহিত আচার্য সন্তোষ ত্রিবেদী হাড় কাঁপানো ঠান্ডায় শুরু করেছেন শীর্ষাসন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাত দিন ধরে এভাবেই থাকব। যদি রাজ্য সরকার ওই বোর্ড প্রত্যাহার না করে তাহলে সাত দিন পর আরো বড় আন্দোলনে নামব।’ প্রায় এক সপ্তাহ ধরেই কেদারনাথ মন্দিরের পূজারীরা বোর্ড প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গত রবিবারই পুরোহিতরা নির্জলা উপবাস করেছিলেন।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version