Monday, August 25, 2025

তৃণমূলের সঙ্গে “সেটিং” কৈলাসের, বিজেপি দফতরে মুকুল ঘনিষ্ঠ নেতার নামে পোস্টারে ছয়লাপ

Date:

ভোট বিপর্যয়ের পর রাজ্য বিজেপির (BJP) অন্দরের ফাটল আরও চওড়া হচ্ছে। এবার বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির সদর দদফতর মুরলিধর সেন লেনের বাইরে কৈলাসের বিরুদ্ধে পড়ল পোস্টার। যেখানে তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ করা হয়েছে। ‘‘TMC Setting Master”, “Go Back” বলে কটাক্ষ করে এই পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে হেস্টিংস অফিস ও বিমানবন্দর চত্বরের দলীয় কার্যালয়ও।

প্রসঙ্গত, তৃণমূল বিজেপি হয়ে আবার তৃণমূলে ফের মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠতা রাজ্য রাজনীতিতে সর্বজনবিদিত। সেই জায়গা থেকে গেরুয়া শিবিরের একটা বড় অংশ মনে করছে, বিজেপিতে থাকাকালীন তৃণমূলের সঙ্গে ভিতর ভিতর আঁতাত ছিল মুকুলের। এবং সবটাই জানতেন কৈলাস।

সম্প্রতি, তথাগত রায় টুইটে কটাক্ষ করে কৈলাসকে “ভোদা বিড়াল’’ নামে ডেকে ফেলেন। সেখানে লেখা, “মমতা পিসি এই ভোদা বিড়ালটাকে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে। সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করত।” মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে এই টুইটটি করেছিলেন বিজেপি কর্মী দিবাকর দেবনাথ। তা রিটুইট করেছেন তথাগত রায়। লিখেছেন, “দলের প্রতি বিশ্বস্ত এক বিজেপি কর্মীর টুইটটিকে ইংরেজিতে অনুবাদ করছি। এতে আমি কিছু যোগও করব না, আর কিছু বাদও দেব না।” আর তথাগতর এমন মন্তব্যের পর কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে এমন পোস্টার খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:সহজে ভাঙতে নারাজ হান, ফের ঘটনার পুনর্নির্মাণ করলেন গোয়েন্দারা

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version