মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগ চেয়ে কর্নাটকে বিধায়কদের বিক্ষোভ

নানা বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই দলের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল কর্নাটকের ( Karnataka) মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে (BS Yediyurappa) নিয়ে। দলের বাকি বিধায়কদের অভিযোগ বার্ধক্যের কারণে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর দায়িত্ব ঠিক ভাবে সামলাতে পারছেন না। সাম্প্রতিক রাজ্যের করোনা পরিস্থিতিও তিনি শক্ত হাতে সামাল দিয়ে উঠতে পারেননি বলে অভিযোগ। ফলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভের আঁচ যে দলের শীর্ষ নেতৃত্ব বোঝেননি এমনটা নয়।

ইয়েদুরাপ্পা নিজেও এই বিদ্রোহ বুঝতে পেরে বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব বললে এখনই মুখ্যমন্ত্রীর (Chief Minister) পদ থেকে ইস্তফা দিতে রাজি তিনি। শুধু তাই নয় পদত্যাগের জন্য পুরোপুরি প্রস্তুত বলেই জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।