Monday, May 5, 2025

শিশির-সুনীলের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠালেন লোকসভার স্পিকার

Date:

দু’জনেই তৃণমূলের (TMC) ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ (MP) হয়েছেন। আবার বিধানসভা নির্বাচনের আগেই তাঁরা দলের বিরুদ্ধে প্রচার করেছেন। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) তো শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পাল্লায় পড়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর শুভেন্দুর বাবা শিশির অধিকারী (Sishir Adhikary) ধরি মাছ না ছুঁই পাণি ফর্মুলায় বিজেপির (BJP) মঞ্চে উঠে তৃণমূল বিরোধী প্রচার করেছেন।

সম্প্রতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti-defection Law) প্রয়োগের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে আবেদন করেছেন। স্পিকারকে ফোনও করেছেন সুদীপবাবু।

দলত্যাগ বিরোধী আইনে এই দুই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের বক্তব্য জানতে চাইবেন লোকসভার স্পিকার। আজ, শুক্রবার স্পিকার ওম বিড়লা জানান, শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে প্রথমে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হবে।

তাঁর কথায়, ”দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে লিখেছেন, তাঁদের অবস্থান জানতে নোটিশ পাঠানো হচ্ছে। দুই সাংসদের জবাব পাঠানো হবে কমিটিতে। ডাকা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। চাওয়া হবে তথ্য-প্রমাণ। এটা একটা আইনি প্রক্রিয়া। ওই কমিটি খতিয়ে দেখে রিপোর্ট জমা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে আমি ব্যবস্থা গ্রহণ করবো।”

আরও পড়ুন-  দলনেত্রীর পথে হেঁটেই আরও ৪ কেন্দ্রে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা তৃণমূল প্রার্থীদের

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version