Wednesday, August 20, 2025

শিশির-সুনীলের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠালেন লোকসভার স্পিকার

Date:

দু’জনেই তৃণমূলের (TMC) ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ (MP) হয়েছেন। আবার বিধানসভা নির্বাচনের আগেই তাঁরা দলের বিরুদ্ধে প্রচার করেছেন। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) তো শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পাল্লায় পড়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর শুভেন্দুর বাবা শিশির অধিকারী (Sishir Adhikary) ধরি মাছ না ছুঁই পাণি ফর্মুলায় বিজেপির (BJP) মঞ্চে উঠে তৃণমূল বিরোধী প্রচার করেছেন।

সম্প্রতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti-defection Law) প্রয়োগের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে আবেদন করেছেন। স্পিকারকে ফোনও করেছেন সুদীপবাবু।

দলত্যাগ বিরোধী আইনে এই দুই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের বক্তব্য জানতে চাইবেন লোকসভার স্পিকার। আজ, শুক্রবার স্পিকার ওম বিড়লা জানান, শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে প্রথমে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হবে।

তাঁর কথায়, ”দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে লিখেছেন, তাঁদের অবস্থান জানতে নোটিশ পাঠানো হচ্ছে। দুই সাংসদের জবাব পাঠানো হবে কমিটিতে। ডাকা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। চাওয়া হবে তথ্য-প্রমাণ। এটা একটা আইনি প্রক্রিয়া। ওই কমিটি খতিয়ে দেখে রিপোর্ট জমা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে আমি ব্যবস্থা গ্রহণ করবো।”

আরও পড়ুন-  দলনেত্রীর পথে হেঁটেই আরও ৪ কেন্দ্রে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা তৃণমূল প্রার্থীদের

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version