Friday, November 7, 2025

নিউটাউন এনকাউন্টার: হাইকোর্টকে ভুল্লারের দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদনের শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

নিউটাউন (Newton Encounter) সাপুরজির অভিজাত আবাসনে কলকাতা পুলিশের (Kolkata Police) এনকাউন্টারে খতম হওয়া পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের (Joypal Bhullar) দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের (Postmortem) আবেদনের শুনানি করতে হবে। জয়পালের বাবার আবেদনের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে (Panjabi Hariya na High Court) এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Suprime Court)।

জয়পালের বাবার দাবি ছিল, এনকাউন্টার হওয়ার পর জয়পালের মৃতদেহে বুলেট ছাড়াও রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এনকাউন্টার নয়, মারধর করে ঠান্ডা মাথায় মেরে ফেলা হয়েছে জয়পালকে, এমনটাই অভিযোগ জয়পালের বাবার। এবং তার ভিত্তিতেই আদালতে আবেদন করেছিলেন তিনি।

জয়পালের বাবার ওই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালতের যুক্তি ছিল, এনকাউন্টারের ঘটনাটি যেহেতু কলকাতার, তাই ওই পিটিশন করতে হবে কলকাতা হাইকোর্টেই।

আরও পড়ুন:এবার ছেলের মুখেও গাল খেলেন ‘নির্লজ্জ’ শোভন

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ওই নির্দেশের পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন জয়পাল ভুল্লারের বাবা। সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার এই মামলায় সুপ্রিম কোর্ট পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেকে নির্দেশ দিয়েছে, জয়াপালের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদনের শুনানি করতে হবে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত জয়পালের দেহ সংরক্ষণ করতে পঞ্জাব সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version