Tuesday, August 26, 2025

নিউটাউন এনকাউন্টার: হাইকোর্টকে ভুল্লারের দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদনের শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

নিউটাউন (Newton Encounter) সাপুরজির অভিজাত আবাসনে কলকাতা পুলিশের (Kolkata Police) এনকাউন্টারে খতম হওয়া পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের (Joypal Bhullar) দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের (Postmortem) আবেদনের শুনানি করতে হবে। জয়পালের বাবার আবেদনের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে (Panjabi Hariya na High Court) এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Suprime Court)।

জয়পালের বাবার দাবি ছিল, এনকাউন্টার হওয়ার পর জয়পালের মৃতদেহে বুলেট ছাড়াও রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এনকাউন্টার নয়, মারধর করে ঠান্ডা মাথায় মেরে ফেলা হয়েছে জয়পালকে, এমনটাই অভিযোগ জয়পালের বাবার। এবং তার ভিত্তিতেই আদালতে আবেদন করেছিলেন তিনি।

জয়পালের বাবার ওই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালতের যুক্তি ছিল, এনকাউন্টারের ঘটনাটি যেহেতু কলকাতার, তাই ওই পিটিশন করতে হবে কলকাতা হাইকোর্টেই।

আরও পড়ুন:এবার ছেলের মুখেও গাল খেলেন ‘নির্লজ্জ’ শোভন

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ওই নির্দেশের পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন জয়পাল ভুল্লারের বাবা। সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার এই মামলায় সুপ্রিম কোর্ট পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেকে নির্দেশ দিয়েছে, জয়াপালের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদনের শুনানি করতে হবে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত জয়পালের দেহ সংরক্ষণ করতে পঞ্জাব সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version