Sunday, December 7, 2025

এই আম পাহারা দেয় ৬টি শিকারি কুকুর! কেন জানেন?

Date:

Share post:

এক আধটা নয়, ছ’ছটি শিকারি কুকুর দিন রাত পাহারা দিচ্ছে। সদা জাগ্রত তারা। রয়েছে চার জন নিরাপত্তা রক্ষী।
নিশ্চয়ই ভাবছেন কোনও ভিআইপির নিরাপত্তা? আসলে ছয় সারমেয় এবং চার নিরাপত্তা রক্ষীর মোতায়েন করা হযেছে আমের পাহারা দিতে। যে কোনও রত্ন বা গুপ্তধনের থেকেও নাকি এই আম অনেক বেশি দামি।

ঘটনাস্থল মধ্যপ্রদেশের জব্বলপুর। সেখানকার আমের বাগানে রয়েছে দুটি দুর্লভ প্রজাতির আমগাছ। এবং এটি বিশ্বের দ্বিতীয় মূল্যবান আম। এক কেজি আমের দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। আর আমের পোশাকি নাম মিয়াজাকি। নাম শুনেই অনুমান করতে পারছেন যে
এটি একটি জাপানি আম। জব্বলপুের এক দম্পতি নিজেদের বাগানে এই আমের দুটি গাছ লাগিয়েছিলেন। তারই ফল পাচ্ছেন তাঁরা।

মিয়াজাকি আমের রং টকটকে লাল। একে সূর্যের ডিম নামেও ডাকা হয়। ভোরবেলার টকটকে লাল সূর্যের মতোই দেখতে এই দুর্লভ প্রজাতির আমটি। জব্বলপুরে কৃষক দম্পতি সংকল্প পরিহার এবং রানি পরিহার নিজেদের বাগানে এই আমের চারা রোপণ করেন। চারাটি তাঁরা পেয়েছিলেন চেন্নাইয়ের এক ব্যক্তির কাছ থেকে। তখন অবশ্য তাঁরা এই দামের মূল্য সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। অভ্যাসবশত আর পাঁচটা আম গাছের মতো এটিও রোপণ করে যত্ন আত্তি নিতে শুরু করে দেন তাঁরা। এমনকি তাঁরা নাকি মিয়াজাকি নামটা পর্যন্ত শোনেননি। যত্ন নিতে নিতে গাছ বড় হয়। গাছে ফল ধরে। কিন্তু এ কেমন আম? আর পাঁচটা আমের মতো তো এটি হলদে, কমলা, সবুজ নয়? এ আমের রঙ তো পুরো লাল। তাহলে কি বিষাক্ত কিছু? খোঁজ নিতে শুরু করেন পরিহার দম্পতি।

আন্তর্জাতিক বাজারে এই আমের মূল্য নাকি কেজি প্রতি ২ লক্ষ ৭০ হাজার টাকা। গত বছর অন্তত এই দামেই বিক্রি হয়েছে এই আম।

আর এসব খবর চাউর হতেই শুরু হয় সর্বনাশ। আম চুরি করতে ময়দানে নেমে পড়ে ‘ডাকাতে’র দল। অগত্যা সবে ধন নীলমণি এই লাল আমকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে ওই পরিবারও। দুটি আম এবং একটি গাছের ডাল ‘ডাকাতি’ হওয়ার পর গাছের নিরাপত্তা জোরদার করেন তাঁরা। মোতায়েন করা হয় ৬টি শিকারি কুকুর এবং ৪ জন কড়া নিরাপত্তারক্ষী।
কিন্তু এই মিয়াজাকি বা দামিনী আমের এত দাম কেন? কী আছে এতে? বিশেষজ্ঞরা অবশ্য তেমন কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেন নি।

জানা গিয়েছে, আফগানিস্তানের নূরজাহানের পর এই মিয়াজাকি বা দামিনী হল বিশ্বের দ্বিতীয় মূল্যবান আম। স্বাদে অপূর্ব। যদিও এর কোনও বিশেষ গুণ আছে কিনা তা স্পষ্ট নয়।

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...