টানা বৃষ্টির জেরে ধস নামল দার্জিলিংয়ে, মৃত ২ শ্রমিক

টানা বৃষ্টির জেরে ধস নামল দার্জিলিংয়ে, মৃত ২ শ্রমিক

টানা বৃষ্টির জেরে ধস নামল দার্জিলিংয়ে। জানা গিয়েছে, সেবক রংপো রেল টানেলে কাজ চলছিল সেই সময়। তখন ধস নামে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ শ্রমিকের।

আরও পড়ুন-আজও ভারী বৃষ্টি কলকাতায়, জারি হলুদ সতর্কতা

কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এর জেরেই ধস। ধস নামার ফলে ওই শ্রমিকরা টানেলের মধ্যেই আটকে পড়েন। যে দুজন শ্রমিক মারা গিয়েছেন তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। জখম হয়েছে একাধিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।