করোনা আবহে রাহুলের জন্মদিনে “সেবা দিবস” পালন কংগ্রেসের

রাহুল গান্ধী (ফাইল ছবি)

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) বিপর্যস্ত দেশ। মহামারির (Pendamic) জেরে দেশজুড়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। করোনা মোকাবিলায় লকডাউনের (Lockdown) জেরে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই কঠিন পরিস্থিতিতে নিজের জন্মদিন (Birthday) পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, “জন্মদিনে শ্রী রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও খুশি কামনা করি। মহামারির দ্বিতীয় ঢেউয়ের আবহে মিস্টার গান্ধী জন্মদিন না পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।”

আরও পড়ুন-সারদা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দেবযানী, তবে কি জেলমুক্তি?

এদিকে, রাজধানী দিল্লিতে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধীর জন্মদিন “সেবা দিবস” হিসেবে পালন করার। রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কংগ্রেস দিল্লিতে অত্যাবশ্যক সামগ্রী, মাস্ক, ওষুধ বিতরণ করেছে। একইসঙ্গে দিল্লি কংগ্রেস নেতৃত্ব করোনা স্বজনহারাদের বাড়ি বাড়ি গিয়েও তাঁদের দিকে সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে।

Previous articleবেহালায় একাকী প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু
Next articleনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!