Thursday, January 29, 2026

ভোট-পরবর্তী হিংসা: সুপ্রিম কোর্টে মামলার বিচার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন বাঙালি বিচারপতি

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসার(post poll violation) ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণে মরিয়া রাজ্য গেরুয়া শিবির। অপরাধী দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ভোট-পরবর্তী হিংসার অভিযুক্তদের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আবেদন জানানো হয়েছে সিবিআই অথবা সিট তদন্তের জন্য। সেই মামলার বিচার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের(Supreme Court) বাঙালি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়(Indira Banerjee)।

বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, সম্প্রতি দুই বিজেপি কর্মী অভিজিৎ সরকার ও হরণ অধিকারী খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চে রিট পিটিশন দায়ের করেছিলেন বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তি। হরণ অধিকারীর স্ত্রী এই মামলায় দ্বিতীয় পিটিশনকারী। কিন্তু এই মামলা থেকেই এদিন সরে দাঁড়ান ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। যুক্তি হিসেবে তিনি জানান, “এই মামলায় আমার কিছু অসুবিধে রয়েছে।” তিনি নিজে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেহেতু এই মামলার বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ঠিক সেই কারণেই মামলা থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন বলে অনুমান করা হচ্ছে।

ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সরে যাওয়ার ফলে আপাতত মামলাটিকে স্থগিত রাখা হয়েছে এবং দিদা বন্দোপাধ্যায়ের নেই এমন কোন বেঞ্চে মামলাটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের রেজিস্টারকে। যদিও এই মামলায় রাজ্যের আইনজীবীর তরফে আদালতে আগেই জানানো হয়েছিল, খুনের ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

spot_img

Related articles

উত্তরে বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস, দক্ষিণে হালকা শীতের আমেজ

হাড় কাঁপানো ঠান্ডা হয়তো আর ফিরবে না, কিন্তু তাই বলে এক্ষুনি লেপ কম্বল গুটিয়ে ফেলার সময়টাও আসেনি, এমনই...

হাজার কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI হানা 

বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ...

ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

মর্মান্তিক দুর্ঘটনা ভেনেজুয়েলার সীমান্তে (Venezuela plane crash) । ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান (Columbia flight)।...

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...