ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার করোনার ‘ল্যাম্বদা’ স্ট্রেন

আবারও একটি নতুন প্রজাতির করোনার স্ট্রেন পাওয়া গেল। ভারতে পাওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের পর দক্ষিণ আমেরিকায় ‘ল্যাম্বদা’ স্ট্রেন। জানা যাচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকে ইতিমধ্যেই ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বদা। এই ঘোষণা করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
হু জানিয়েছে, দক্ষিণ আমেরিকায় ল্যাম্বদা স্ট্রেন পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণে। পেরুতে এপ্রিল মাসে যত মানুষ সংক্রামিত হয়েছেন, তার ৮১ শতাংশ এই ল্যাম্বদা ভ্যারিয়েন্টে আক্রান্ত । আবার চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বদার উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট।
ভারতে পাওয়া ডেল্টার মতোই বিপজ্জনক এই ল্যাম্বদা ভ্যারিয়েন্ট।সেই সঙ্গে অ্যান্টিবডির সঙ্গে লড়ার ক্ষমতা আছে এই স্ট্রেনের। তবে এখনও বিস্তারিত গবেষণা হয়নি।

Previous articleআন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
Next articleভোট পরবর্তী হিংসা মামলার নির্দেশ প্রত্যাহারের আর্জি নিয়ে হাইকোর্টে রাজ্য