Saturday, August 23, 2025

পিতৃদিবসে আবেগঘন পোস্ট সচিন, সেহবাগ, হার্দিক পান্ডিয়াদের

Date:

আজ পিতৃদিবস( Father’s day)। গোটা বিশ্ব জুড়ে পিতাদের উৎসর্গ করে আজকের দিনটি উদযাপন করা হয়। এই দিনটি উদযাপন করতে বাদ জাননি ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।  তাঁরা তাদের সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনে নিজেদের আদর্শ মানুষের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা লিখছেন। সচিন তেন্ডুলকর(sachin tendulkar) , বীরেন্দ্র সেহবাগ( virender sehwag) , সুরেশ রায়না( suresh raina) থেকে সদ‍্য পিতৃহারা হার্দিক পান্ডিয়া( hardik pandya) ক্রুনাল পান্ডিয়ার ( krunal pandya)সবাই তাদের সোশ‍্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আজকের দিনটি উদযাপন করছে।

নিজের পিতার প্রতি শ্রদ্ধার্ঘ‍্যে সচিন তেন্ডুলকর একটি ভিডিও পোস্ট করেন। সেখান তিনি তাঁর পিতার একটি বসার চেয়ার দিখান। সেখানে সচিন লেখেন,” আমাদের কিছু জিনিস থাকে যা আমাদের কাছে টাইম মেশিনের মতন কাজ করে। একটি গন্ধ, একটি অনুভব। আমার কাছে আমার পিতার এই জিনিসটি রয়েছে। যেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। যা আমায় স্মৃতির পাতায় সবসময় নিয়ে যায়।”

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তারঁ দুই ছেলের সঙ্গে একটি ছবি এবং তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ” বাপ, ড‍্যাড ও ফাদারের অক্ষরগুলিকে ভেঙে সেগুলোর মানে বোঝালেন সেহবাগ।

সুরেশ রায়না তাঁর টুইটারে লিখেছেন,” আমার পিতাকে ফাদার্সদের শুভেচ্ছা জানাই। তোমার ধৈর্য্য, তোমার শিক্ষা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। ”

পিতৃদিবস পালন করছেন পান্ডিয়া ব্রাদার্সরাও। গত জানুয়ারি মাসে বাবাকে হারিয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবাং হার্দিক পান্ডিয়া। এদিন হার্দিক তাঁর সোশ‍্যাল মিডিয়ায় লেখেন,” পিতৃত্ব সমন্ধে কত কিছু রয়েছে যা আমি তোমার থেকে শিখেছি। যা ভালোবাসা, উপদেশ দিয়েছ তা সাহায্য করেছে আমাদের এই জায়গায় আসতে। তোমাকে ভালোবাসি, তোমাকে মিস করি।”

আরও পড়ুন:প্রথম ইনিংসে লড়াইয়ের জন‍্য ২৫০ রানই যথেষ্ট বলে মনে করছেন ভারতের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version