Tuesday, August 26, 2025

বাবা সরকারি আধিকারিক, মা শিক্ষিকা: এমএ পাস চোরের কীর্তিতে তাজ্জব পুলিশ

Date:

ইংরেজিতে এমএ পাস। চেষ্টা করলে হয়তো কোনো ভদ্র সভ্য কাজ বেছে নিতে পারত। তবে স্বভাব যায় না মলে। বখে যাওয়া ছেলে হাত পাকিয়ে ফেলে চুরিতে। আর সেই চুরিকেই বেছে নেয় পেশা হিসেবে। সম্প্রতি এক চুরির কিনারা করতে গিয়ে তাজ্জব বনে গেল হাওড়া পুলিশ(Howrah police)। গ্রেফতার করা হলো অভিযুক্ত ওই উচ্চশিক্ষিত চোরকে(thief)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি চুরির তদন্তে নেমে গ্রেফতার করা হয় আসানসোলের বাসিন্দা সৌমাল্য চৌধুরী(Sumallo Chaudhari) সহ মোট তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের সোনার গহনা। এরপরই জানা যায়, এই সৌমাল্য চৌধুরী ইংরেজিতে এম এ পাস। ২০১৫ তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিল সে। কিন্তু চুরিকে বেছে নেয় পেশা হিসেবে। বাড়ি ছেড়ে রীতিমতো গ্যাং বানিয়ে ফেলে চুরির জন্য। আসানসোল হাওড়া হুগলি জেলায় কম করে কুড়িটি চুরির ঘটনায় যুক্ত এই সৌমাল্য। অথচ সৌমাল্য বাবা নিজে একজন সরকারি আধিকারিক, মা ছিলেন স্কুল শিক্ষিকা। ছেলের কুকীর্তির কথা জানতে পেরে আত্মঘাতী হয়েছিলেন সৌমাল্যর মা। তারপরও কোনো পরিবর্তন আসেনি ছেলের। চুরি করে ধরা পড়ে একবার বেশ কয়েক মাসের জেলও খাটে এই যুবক।

আরও পড়ুন:দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস

তবে জেল থেকে ছাড়া পেলেও চুরির পেশা ছাড়েনি সৌমাল্য। গত ৯ জুন হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত একটি ফ্লাইটে প্রায় দশ ভরি সোনার গহনা চুরি করে পালায় অভিযুক্ত। কিন্তু পালানোর সময় তার স্কুটির নাম্বার লিখে রাখে ফ্ল্যাটের ১ আবাসিক। ওই নম্বরের সূত্র ধরেই পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় সৌমাল্য চৌধুরী ও তার এক সাগরেদ প্রকাশ শাসমলকে। তাদের জেরা করে তৃতীয় ব্যক্তি মাধব সামন্তকেকে ধরা হয় পশ্চিম মেদিনীপুর দাসপুর এলাকা থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, মাধব সামন্তকে চুরির মাল বিক্রি করেছিল অভিযুক্ত এই দুই চোর।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version