সোমবার থেকে শুরু হচ্ছে না গণটিকাকরণ, জানিয়ে দিল রাজ্য

আগামিকাল, সোমবার থেকে পশ্চিমবঙ্গে ১৮ ঊর্ধ্বদের জন্য বিনামূল্যে টিকাকরণ শুরু হওয়ার কথা। ‘ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম’ আগামিকাল থেকে শুরু করা যাচ্ছে না রাজ্যে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। ভ্যাকসিনের জোগান কম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২ লক্ষ ২০হাজার ৯৩০ কোভিশিল্ড ভ্যাকসিন।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা আরও জানিয়েছেন, “জোগান স্বাভাবিক হলে সব বয়সীদের বিনামূল্যে টিকাকরণ হবে”। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আগামিকাল থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে কিন্তু তা শুধুমাত্র এ রাজ্যেই হচ্ছে না বলে সূত্রের খবর।

আরও পড়ুন-দিল্লি থেকে ফিরেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর ঘিরে সন্দেহের বাতাবরণ

এই পরিস্থিতিতে ১৬ জেলায় ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৭টি।

 

Previous articleরাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও
Next articleহাসিনার দেওয়া নতুন ঘর পেলেন আরও সাড়ে ৫৩ হাজার পরিবার