Monday, May 12, 2025

টুইটারের পরে ফেসবুক: সশরীরে তলব আধিকারিকদের, প্রয়োজনে টিকা দেবে কমিটি

Date:

টুইটারের পরে এবার ফেসবুক- কেন্দ্রের নয়া তথ্য প্রযুক্তি আইন নিয়ে প্রশ্ন তোলায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে তলব করা হয়েছে ফেসবুকের (Facebook) আধিকারিকদের। সূত্র খবর, করোনা (Carona) সংক্রমণের উদাহরণ টেনে ফেসবুকের আধিকারিকরা সংসদীয় কমিটির সামনে সশরীরে হাজির হতে চাইছিলেন না। কিন্তু সংসদীয় নিয়মে ভার্চুয়াল (Virtual) মিটিংয়ের প্রথা নেই বলে জানান কমিটির প্রধান শশী থারুর (Shashi Tharur)। সেই কারণে ফেসবুক কর্তাদের সশরীরে কমিটির সামনে উপস্থিত হতে হবে। প্রয়োজনে কমিটির তরফে ফেসবুক অধিকর্তাদের টিকাকরণের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান থারুর।

স্যোশাল মিডিয়া ব্যহারকারীদের অধিকার কতটা সুরক্ষিত এবং এর অপব্যবহার রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে শুক্রবার সপ্তাহেই তথ্য ও প্রযুক্তির বিষয়ে গঠিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি টুইটার আধিকারিকদের তলব করে। ৯০ মিনিট ধরে কেন্দ্রের নয়া আইন অনুসরণ না করা-সহ একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। এবার ফেসবুক, পাশাপাশি গুগল, ইউটিউব সহ একাধিক সংস্থার আধিকারিকদেরও সশরীরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, টুইটারের মতোই ফেসবুকও এখনও দেশে কোনও কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেননি। এই বিষয়ে তাদের থেকে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রের নিয়ম না মানায় টুইটারকে যেভাবে আইনি সুরক্ষা হারাতে হয়েছে, তারপর ফেসবুক একই পথ অনুসরণ করবে না বলেই মনে করছেন অনেকে।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version