Monday, August 25, 2025

করোনা পরিস্থিতিতে সত্তরোর্ধ্বদের জেল মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মেধা পাটকর

Date:

ভয়াবহ করোনার দ্বিতীয় ঢেউয়ের(covid second wave) ধাক্কা ক্রমশ সামলে উঠছে ভারত(India)। যদিও বিপদের আশঙ্কা বাড়িয়ে উঁকি দিচ্ছে তৃতীয় ঢেউ। এহেন পরিস্থিতিতে এবার সত্তরোর্ধ্ব জেল বন্দীদের মুক্তির দাবিতে শীর্ষ আদালতে(Supreme Court) আবেদন জানালেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর(Medha Patkar)। তাঁর অনুরোধ, করোনা কালে ৭০ বছরের উর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা জেলে বন্দি রয়েছেন তাদের মুক্তি দেওয়া হোক।

শীর্ষ আদালতের কাছে সম্প্রতি মেধা যে আবেদন করেছেন সেখানে তাঁর আর্জি, করোনা সংকট এখনো শেষ হয়ে যায়নি। মারন এই ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শীর্ষ আদালতের কাছে আমার আবেদন ৭০ বছরের অধিক বয়সী যে সমস্ত মানুষ জেলে বন্দি রয়েছেন তাদের ব্যক্তিগত জামিন বা আপৎকালীন প্যারোলে মুক্তি দেওয়া হোক। তিনি আরও অনুরোধ করেছেন শীর্ষ আদালত যেন এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেয়। শীর্ষ আদালতে তার এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই।

আরও পড়ুন:হাসিনার দেওয়া নতুন ঘর পেলেন আরও সাড়ে ৫৩ হাজার পরিবার

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই সমাজকর্মী বলেন, সত্তরোর্ধ্ব ব্যক্তিদের সরকার যদি মুক্তি দেয় সেক্ষেত্রে জেলের মধ্যে বন্দীদের সংক্রমণের ঝুঁকি যেমন কমবে তেমনি সরকারের বোঝা কিছুটা হালকা হবে। করোনা সংক্রমনের সময় যখন জেলের ভেতরে ও একের পর এক বন্দীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসছিল তখন সরকারের তরফে বন্দীদের প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে বহু জায়গাতেই একাধিক বন্দি ফেরার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version