Tuesday, December 23, 2025

দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না’, আদালতে CBI

Date:

Share post:

‘১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না। কোনও রেড কর্নার নোটিসও তাঁর বিরুদ্ধে থাকবে না।” সোমবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গরু- কয়লা পাচার মামলার শুনানিতে CBI-এর কৌঁসুলি ওয়াই জে দস্তুর এই প্রস্তাব দিয়েছে৷ এদিন আদালতে

 

পাশাপাশি CBI দাবি করেছে, বিনয় মিশ্রের দাবি অনুসারে ভিডিও কনফারেন্সে শুনানি নয়, অভিযুক্ত বিনয়কে তাঁরা সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চায়৷ এর কারণ হিসাবে CBI-এর আইনজীবী ওয়াই জে দস্তুর বলেন, “ভার্চুয়াল শুনানিতে আমরা রাজি নই। এই ধরনের শুনানিতে অভিযুক্তের কাছ থেকে সঠিক উত্তর পাওয়া না-ও যেতে পারে।’’ বিনয় মিশ্রের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনয় মিশ্র ভার্চুয়াল শুনানিই চাইছেন৷ এর উত্তরে CBI জানায়, “বিনয় মিশ্র যদি দেশে থাকতেন, তাহলে ভার্চুয়াল শুনানির কথা ভাবা যেত। কিন্তু তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন৷ তাই তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিনয়ের আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার বলেন, ‘‘বিনয় মিশ্র আত্মসমর্পণ না করলে ভিডিও কনফারেন্স-এর অনুমতি হবে না, এটা বেআইনি।’’

সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ CBI-এর কৌঁসুলি’র কাছে জানতে চান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিসের ভিত্তিতে, কার নির্দেশে গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করলো?  উত্তরে CBI জানায়, কারও নির্দেশে নয়, CBI-এর এক DSP নিজেই FIR করেছেন৷ সেই FIR-এর ভিত্তিতেই গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু হয়েছে৷

এরপরেই বিচারপতি জানতে চান, যে ঘটনার সঙ্গে BSF-এর মতো সংস্থার সরকারি কর্মীরা জড়িত, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশ ছাড়া CBI ‘সুয়োমটো’ সেই ঘটনার তদন্ত কি আদৌ করতে পারে? এমন এক্তিয়ার কি CBI-এর আছে ? বিচারপতির প্রশ্ন, CBI ডিরেক্টর কি পারেন কোনও অভিযোগে ছাড়াই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করতে? সেই আইন দেখাতে নির্দেশ দেন CBI-কে।

 

আদালতের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব CBI এদিন দিতে পারেনি৷ বিচারপতি CBI-কে জানিয়ে দেন, আগামিকাল, মঙ্গলবার, CBI-কে এই প্রশ্নের জবাব দিতে হবে। পাশাপাশি নির্দেশ দিয়েছেন, গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত যে FIR-এর ভিত্তিতে CBI শুরু করেছে, মঙ্গলবার তার নথি আদালতে পেশ করতে হবে।

প্রসঙ্গত, গরু ও কয়লা পাচার কাণ্ডে তাঁর নাম যুক্ত করার প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছেন অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র৷ এই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন বিনয়৷ বিনয় মিশ্র এই মুহুর্তে ভারতের নাগরিক নন৷ ভিন দেশের কোনও নাগরিকের বিরুদ্ধে CBI এভাবে মামলা বা তদন্ত করতে পারেনা বলেই হলফনামায় দাবি করেছেন ফেরার বিনয় মিশ্র ৷

 

spot_img

Related articles

জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে...

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি...

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...