Wednesday, August 27, 2025

দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না’, আদালতে CBI

Date:

‘১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না। কোনও রেড কর্নার নোটিসও তাঁর বিরুদ্ধে থাকবে না।” সোমবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গরু- কয়লা পাচার মামলার শুনানিতে CBI-এর কৌঁসুলি ওয়াই জে দস্তুর এই প্রস্তাব দিয়েছে৷ এদিন আদালতে

 

পাশাপাশি CBI দাবি করেছে, বিনয় মিশ্রের দাবি অনুসারে ভিডিও কনফারেন্সে শুনানি নয়, অভিযুক্ত বিনয়কে তাঁরা সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চায়৷ এর কারণ হিসাবে CBI-এর আইনজীবী ওয়াই জে দস্তুর বলেন, “ভার্চুয়াল শুনানিতে আমরা রাজি নই। এই ধরনের শুনানিতে অভিযুক্তের কাছ থেকে সঠিক উত্তর পাওয়া না-ও যেতে পারে।’’ বিনয় মিশ্রের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনয় মিশ্র ভার্চুয়াল শুনানিই চাইছেন৷ এর উত্তরে CBI জানায়, “বিনয় মিশ্র যদি দেশে থাকতেন, তাহলে ভার্চুয়াল শুনানির কথা ভাবা যেত। কিন্তু তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন৷ তাই তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিনয়ের আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার বলেন, ‘‘বিনয় মিশ্র আত্মসমর্পণ না করলে ভিডিও কনফারেন্স-এর অনুমতি হবে না, এটা বেআইনি।’’

সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ CBI-এর কৌঁসুলি’র কাছে জানতে চান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিসের ভিত্তিতে, কার নির্দেশে গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করলো?  উত্তরে CBI জানায়, কারও নির্দেশে নয়, CBI-এর এক DSP নিজেই FIR করেছেন৷ সেই FIR-এর ভিত্তিতেই গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু হয়েছে৷

এরপরেই বিচারপতি জানতে চান, যে ঘটনার সঙ্গে BSF-এর মতো সংস্থার সরকারি কর্মীরা জড়িত, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশ ছাড়া CBI ‘সুয়োমটো’ সেই ঘটনার তদন্ত কি আদৌ করতে পারে? এমন এক্তিয়ার কি CBI-এর আছে ? বিচারপতির প্রশ্ন, CBI ডিরেক্টর কি পারেন কোনও অভিযোগে ছাড়াই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করতে? সেই আইন দেখাতে নির্দেশ দেন CBI-কে।

 

আদালতের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব CBI এদিন দিতে পারেনি৷ বিচারপতি CBI-কে জানিয়ে দেন, আগামিকাল, মঙ্গলবার, CBI-কে এই প্রশ্নের জবাব দিতে হবে। পাশাপাশি নির্দেশ দিয়েছেন, গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত যে FIR-এর ভিত্তিতে CBI শুরু করেছে, মঙ্গলবার তার নথি আদালতে পেশ করতে হবে।

প্রসঙ্গত, গরু ও কয়লা পাচার কাণ্ডে তাঁর নাম যুক্ত করার প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছেন অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র৷ এই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন বিনয়৷ বিনয় মিশ্র এই মুহুর্তে ভারতের নাগরিক নন৷ ভিন দেশের কোনও নাগরিকের বিরুদ্ধে CBI এভাবে মামলা বা তদন্ত করতে পারেনা বলেই হলফনামায় দাবি করেছেন ফেরার বিনয় মিশ্র ৷

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version