Wednesday, December 3, 2025

অমৃতাভর ‘দেহ’ তাহলে কার? হাওড়ার আটা পরিবারের দাবি ঘিরে চাঞ্চল্য

Date:

জ্ঞানেশ্বরী (Gyaneswari) দুর্ঘটনা কাণ্ডে মৃতের জীবিত হয়ে ওঠার ঘটনা হার মানাচ্ছে বলিউডের চিত্রনাট্যকেও। অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে (Amritabha Chowdhury) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। আর তার মধ্যেই আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে তা হল, অমৃতাভ চৌধুরী বলে যে দেহটি সৎকার করা হয়েছিল, সেটি কার? এই পরিস্থিতিতে উঠে এসেছে হাওড়ার (Howrah) আটা পরিবারের দাবির বিষয়টি।

2010-এর ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রী ছিলেন হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ আটা (Prasenjit Aata)। দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ। রেলের কাছে বারবার দরবার করেছেন স্ত্রী জ্যোতিকা (Jyotika)। ডিএনএ (Dna) পরীক্ষার কথা হয়েছে। জ্যোতিকা আটার দাবি, তাঁরা দেহ কিছুটা শনাক্ত করেছিলেন। কিন্তু তারপরেও তাঁদের জানিয়ে দেওয়া হয়, অন্য আরও কয়েকটি জনের মতোই প্রসেনজিৎ আটাও নিখোঁজ। এতগুলো বছর ধরে কোনও আর্থিক সাহায্য পায়নি পরিবার। একমাত্র কন্যাকে নিয়ে লড়াই করে চলেছেন জ্যোতিকা। দেহ না পাওয়ায় মেলেনি ডেথ সার্টিফিকেট। ফলে প্রসেনজিতের সঞ্চয় পেতেও সমস্যায় পড়েছে পরিবার।

আরও পড়ুন:কথা রাখলেন মমতা: পুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ

এই পরিস্থিতিতে অমৃতাভর ঘটনা সামনে আসায় এখন আটা পরিবারের দাবি, ওই দেহটি হয়তো প্রসেনজিতের ছিল। ফের ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন তাঁরা। জীবিত হয়েও ভুয়ো নথি দেখিয়ে একজন ‘মৃত’ বলে আর্থিক ক্ষতিপূরণ, বোনের চাকরি সবকিছু পেয়েছে। অথচ আর এক পরিবার এখনও অন্ধকারে।

 

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...
Exit mobile version