বিশ্ব যোগা দিবসে ডাকঘরের বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির

সপ্তম বিশ্ব যোগা দিবস (World Yoga Day) উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ (Indian Post Office) গোটা দেশজুড়ে ৮১০টি প্রধান ডাকঘরে এক বিশেষ ক্যান্সলেশন প্রকাশ করেছে। এই উপলক্ষে সাউথ প্রেসিডেন্সি ডিভিশনের দুটি প্রধান ডাকঘর বারুইপুর ও ডায়মন্ড হারবারে বিশেষ ক্যান্সলেশন প্রকাশ করা হয়। বারুইপুর প্রধান ডাকঘরে বিশেষ ক্যান্সলেশন প্রকাশ করেন সাউথ প্রেসিডেন্সি বিভাগের ডাক অধীক্ষক প্রদত্ত কুমার দাস। এবং বিশ্ব যোগা দিবস উপলক্ষে বিশেষ যোগা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

করোনা মহামারি আবহে সমস্তরকম সরকারি বিধি মেনে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়। যেখানে খুব উৎসাহের সঙ্গে ডাক বিভাগের কর্মীরা অংশ নিয়েছিলেন।

 

 

Previous articleচিকিৎসা নিতে শর্তসাপেক্ষে ভারত যাওয়ার অনুমতি দিল বাংলাদেশ সরকার
Next articleঅশান্তিতে ইন্ধন যোগাচ্ছে রাজ্যপালের মন্তব্য: অভিযোগে যাত্রাপথে কালো পতাকা