Sunday, August 24, 2025

কালিয়াচক-কাণ্ডে নয়া মোড়: ধৃত আসিফ বুঁদ থাকত সেক্স চ্যাটে, দাদাকেও ব্ল্যাকমেইল!

Date:

Share post:

কালিয়াচকে মা-বা-বোন ও দিদাকে খুনের ঘটনার মূল অভিযুক্ত আসিফ (Asif) তার কম্পিউটার থেকে নিযমিত সেক্স চ্যাট করত বলে তদন্তে জানতে পেরেছেন পুলিশ। জেরার মুখে আসিফও তা কবুল করেছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু তা-ই নয়, আসিফ তার দাদা আরিফকেও (Arif) এই ধরনের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল (Blackmail) করত বলে সন্দেহ। পুলিশ জানতে পেরেছে, স্থানীয় একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আরিফে। তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে আসিফ দাদাকে ব্ল্যাকমেইল করে মুখ বন্ধ করিয়ে রেখেছিল বলে অভিযোগ।

 

পুলিশ অবশ্য আরিফের কাছ থেকে পাওয়া সব তথ্যই আদালতের সামনে রাখতে চায়। সূত্র অনুযায়ী, আরিফকে জেলা আদালতের বিতচারকে সামনে নিয়ে ১৬৪ দারায় গোপন জবানবন্দি দেওয়ানো হতে পারে। তেমন হলে আরিফকে রাজসাক্ষী করার কথাও ভাববে পুলিশ।

 

গত শনিবার কালিয়াচক (Kayachak) থানায় আসিফের দাদা অভিযোগ করেন, গত ফেব্রুয়ারি মাসে তাঁর বাবা-মা-বোন ও দিদাকে আসিফ খুন করে বাড়ির মধ্যে পুঁতে রেখেছে। এমনকী, তাঁকেও ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে মারতে চেয়েছিল বলে আরিফ অভিযোগ করেন আরিফ। কিন্তু ঘুমের ওষুধের পরিমাণ কম হওয়ায় আরিফ জেগে কোনোমতে পালিয়ে যান। তার পর থেকে তিনি বিহারে এক মামার বাড়িতে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। ঘটনাচক্রে, আসিফের এক মামাও পুলিশকে জানিয়েছেন, ওই বাড়িতে বাইরের কেউ ঢুকলে আসিফ লাঠি নিয়ে তাড়া করত। পুলিশ জানতে পেরেছে, আসিফ যেভাবে দরজা-জানালা-ঘুলঘুলি বিহীন গুদাম ঘর বানিয়েছে তা রহস্যজনক। এরকম শ্বাসরোধকারী ঘর বা গুদাম সাধারণত মিস্ত্রিরা বানান না। কারণ, তা অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে বলে রাজমিস্ত্রিরা এড়িয়ে যান। আসিফের বাড়িতে ওই ঘর তৈরির কাজ কারা করেছে তা পুলিশ খুঁজে বার করতে তদন্তে নেমেছে।প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, এলাকার কোনও রাজমিস্ত্রি ওই গুদাম বানাননি। তবে আসিফের বয়ানে চূড়ান্ত অসঙ্গতি রয়েছে।

 

spot_img

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...