রাতারাতি এককলঙ্কিত নায়ক হয়ে গেলাম আমি। বক্তা কাঞ্চন মল্লিক(Kanchan Mallick )। কাঞ্চন -পিংকি (Kanchan Mallick-Pinky Banerjee- sreemoyee chattaraj)শ্রীময়ী এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড। কাঞ্চন এদিন বলেন, “রাস্তায় বেরোতে পারছি না। কারো সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। লোকের সঙ্গে মাথা তুলে কথা বলতে পারছি না। সবার বিস্মিত দৃষ্টি যেন তিরের মতো বিঁধছে। মাথা হেঁট হয়ে যাচ্ছে নিজের দলের কাছে। কী উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? ওঁরা আমায় ভরসা করে একটি কেন্দ্রের বিধায়ক পদে প্রার্থী করেছেন। দলের কাছে, নেত্রীর কাছে এ ভাবে ছোট করার মানে কী? হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করছে। গত আট বছর ধরে আমি বাড়িতে একা থাকি। পিংকি অনেকদিন ই আলাদা হয়ে গেছে। কিন্তু এতটা নিঃসঙ্গ- একাকী আগে কখনো লাগে নি ।
