Tuesday, November 4, 2025

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৬৪০

Date:

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। ৯১ দিন পর ভারতের দৈনিক সংক্রমিতের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। পরে তা বেড়ে মে মাসের শুরুতে পৌঁছয় ৪ লক্ষে। মঙ্গলবার আবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৫০ হাজারের নীচে। কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০-র আশপাশে। বাকি সব রাজ্যেই করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ৫০-এর নীচে রয়েছে।

আরও পড়ুন-বঙ্গভঙ্গের চক্রান্ত করে অশান্তির চেষ্টা: সৌমিত্র ও বার্লার বিরুদ্ধে আলিপুরদুয়ারে অভিযোগ দায়ের

দেশে কমেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলেছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন। যা একদিনে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version