Thursday, August 28, 2025

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৬৪০

Date:

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। ৯১ দিন পর ভারতের দৈনিক সংক্রমিতের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। পরে তা বেড়ে মে মাসের শুরুতে পৌঁছয় ৪ লক্ষে। মঙ্গলবার আবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৫০ হাজারের নীচে। কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০-র আশপাশে। বাকি সব রাজ্যেই করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ৫০-এর নীচে রয়েছে।

আরও পড়ুন-বঙ্গভঙ্গের চক্রান্ত করে অশান্তির চেষ্টা: সৌমিত্র ও বার্লার বিরুদ্ধে আলিপুরদুয়ারে অভিযোগ দায়ের

দেশে কমেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলেছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন। যা একদিনে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version