Wednesday, December 3, 2025

অ-বিজেপি দলের বৈঠকে একজোট হওয়ার বার্তা, ব্রাত্য নয় কংগ্রেস: জানালেন মেমনরা

Date:

Share post:

দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশোবন্ত সিনহার ডাকা বৈঠক থেকে অ-বিজেপি দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিলেন মজিদ মেমনরা। শুধু তাই নয়, একই সঙ্গে জানিয়ে দেওয়া হল বৈঠকে অনুপস্থিত কংগ্রেস ব্রাত্য নয়। তাদের ডাকা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারেননি কংগ্রেস সাংসদরা।

এদিন, বিকেলে এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharod Power) বাসভবনে বিজেপি বিরোধী ১৫টি দলের বৈঠক। ডাকা হয়। যদিও বৈঠক শেষে মজিদ মেমন জানান, বৈঠকটি শরদ পাওয়ার নন, ডেকেছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাষ্ট্রমঞ্চের প্রতিষ্ঠিতা যশবন্ত সিনহা (Yaswant Sinha)।

বৈঠকে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের আলোচনা না হলেও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মজিদ মেমন (Majeed Memon), পবন ভার্মারা (Pavan Verma)। জানানো হয়, দেশের বর্তমান আর্থিক ও সামাজিক সব রকমের সমস্যা নিয়ে এদিন আলোচনা হয়েছে। দেশের উন্নতিতে কী করণীয়- তা নিয়েও আলোচনা হয়েছে। আগামী দিনে এই বিষয় নিয়ে চর্চা হবে। একটি কমিটি গঠন করা হবে- যারা ভারতের বর্তমান পরিস্থিতির উন্নতির বিষয় আলোচনা করবে ও এ বিষয়ে নিজেদের মতামত জানাবে।

স্বাভাবিকভাবেই অ-বিজেপি দলগুলির এই বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এর উত্তরে মজিদ মেনেন জানান, কংগ্রেসকে কখনোই বয়কট করা হয়নি। কপিল সিব্বল, শত্রুঘ্ন সিনহা-সহ ৫ কংগ্রেস সাংসদকে ডাকা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তাঁরা আসতে পারেননি। তবে ভবিষ্যতে সবাইকে নিয়ে একজোট হয়ে ফের বৈঠক করা হবে বলে জানানো হয়।

এদিনের বৈঠকে শরদ পাওয়ার, যশবন্ত সিনহা, মজিদ মেমন, পবন ভর্মা, নীলোৎপল বসু, জয়ন্ত চৌধুরী, ওমর আবদুল্লা ছাড়াও উপস্থিত ছিলেন জাভেদ আখতার, জাস্টিস এ পি শাহ, সুপ্রিয়া সুলে-সহ মোট ২১ জন।

আলোচনা প্রসঙ্গে নীলোৎপল বসু (Nilotpal Basu) জানান, কোনও রাজনৈতিক ফ্রন্ট গঠন নয়, সমমনস্ক রাজনৈতিক নেতাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা জন্যই বৈঠক।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা যশবন্ত সিনহা ২০১৮ সালে ‘রাষ্ট্রমঞ্চ’ (Rashtrya Mancha) নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। সেটাকেই এখন রাজনৈতিক মঞ্চের রূপ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) তৃতীয়বার বাংলায় জয়ী হওয়ার পরেই শুরু হয়ে যায় বিজেপি বিরোধী জোট গড়ার প্রস্তুতি। এর মধ্যে ভোট-কুশলী প্রশান্ত (Prashant Kishore) কিশোর শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে বৈঠক করে আসেন। তবে, তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির ডাকে বিজেপি বিরোধীদলগুলির বৈঠক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বিজেপি ছাড়লেন দার্জিলিঙের পর্যবেক্ষক সম্রাট দে, অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে

 

spot_img

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...