Wednesday, December 3, 2025

পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই! পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও

Date:

Share post:

অস্বস্তি বাড়িয়ে ফের জ্বালানির দামে রেকর্ড। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। পাল্লা দিচ্ছে ডিজেলও।  দু’একদিন অন্তরই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জ্বালানির দাম বাড়িয়ে চলেছে। গতকাল জ্বালানির দাম বাড়েনি। এর আগে, গত পরশু অর্থাৎ রবিবার বেড়েছিল জ্বালানির দাম।এবার কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরির দিকে এগোচ্ছে। এমনকি রেকর্ড হারে বাড়ছে ডিজেলের দামও। আজ কলকাতায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম হয়েছে ৯৭ টাকা ৩৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৮ পয়সা।

ভোট পরবর্তীকালে এনিয়ে মোট ২৬ বার লাগামছাড়া হারে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।৪ মে থেকে দফায় দফায় বেড়েছে দাম। দেশের চার বড় শহরের মধ্যে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়েছে। দেশের ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে। মে মাসে মোট ১৬ বার বেড়েছিল পেট্রোলের দাম। জুন মাসের ২২ দিনে এখনও পর্যন্ত ১০ দিনই দাম বেড়েছে তেলের। দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৫০ পয়সা ও ডিজেল প্রতি লিটারে ৮৮ টাকা ২৩ পয়সা হয়েছে। মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার পর প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৩ টাকা ৬৩ পয়সা  এবং ডিজেল প্রতি লিটারে ৯৫টাকা ৭২ পয়সায় দাঁড়িয়েছে। চেন্নাইতেও দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। এরাজ্যে মঙ্গলবার দাম বেড়ে পেট্রোলের দাম ৯৮টাকা ৬৫পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৯২ টাকা ৮৩ পয়সা হয়েছে। এই চার মহানগর ছাড়াও হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৩৩ পয়সা এবং ডিজেলের দাম ৯৬টাকা ১৭ পয়সা দাম বেড়েছে। বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ৭৬ পয়সা এবং ডিজেলের দাম ৯৩ টাকা ৫৪ পয়সা হয়েছে। পটনাতে মঙ্গলবার লিটার প্রতি ৯৯ টাকা ৫৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩পয়সা ৫৬পয়সা হয়েছে।

করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।

spot_img

Related articles

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...