কলকাতায় কঙ্কাল-রহস্য: পরিত্যক্ত বাড়ির ছাদে কী মিলল?

কলকাতার পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার কঙ্কাল (Skelton)। 15/4 স্ট্র্যান্ড রোডের একটি পরিত্যাক্ত বাড়ির ছাদ থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। সেটি নরকঙ্কাল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের (Police)।

উত্তর বন্দর থানা এলাকার স্ট্যান্ড রোডের এই বাড়িটি কলকাতা পোর্ট ট্রাস্টের (Port Trast) গোডাউন হিসেবে ব্যবহার করা হত। কিন্তু দীর্ঘদিন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কার্যত পোড়োবাড়ির চেহারা নিয়েছে এই ভবনটি। এই পরিস্থিতিতে সম্প্রতি বাড়িটিকে লিজ দেওয়া হয়। মঙ্গলবার, বাড়ি পরিষ্কারের জন্য ভিতরে ঢোকেন সাফাই কর্মীরা। তাঁরাই ওই কঙ্কালটি দেখতে পান বলে সূত্রের খবর। এরপর খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে সেটি নরকঙ্কাল বলে অনুমান। তবে কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি। নিখোঁজ কোনও ব্যক্তি বা দুর্ঘটনায় মৃত কারও কঙ্কাল কি না তা দেখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ওই জায়গায় কাউকে খুন করা হয়েছে কি না বা বাইরে থেকে দেহ এনে ওখানে ফেলে দেওয়া হয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।