সারদা-আমানতকারীদের টাকা ফেরাতে ফের কমিটি গড়তে চায় হাইকোর্ট

সারদা অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরাতে এবার এক সদস্যের কমিটি গঠন করার কথা বিবেচনা করছে কলকাতা হাইকোর্ট। তবে এখনও স্পষ্ট করা হয়নি, কবে এবং কার নেতৃত্বে এই কমিটি গঠন হবে৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মঙ্গলবার এমন ইঙ্গিতই দিয়েছে হাইকোর্ট।

এদিন সারদা- সংক্রান্ত মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল প্রশ্ন তোলেন, বহুদিন আগে এই বিষয়ে গঠন করা বিচারপতি শ্যামল সেন কমিশনের দাখিল করা চূড়ান্ত রিপোর্ট এখনও কেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পড়ে রয়েছে? পাশাপাশি তিনি জানতে চান, শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরেও যে ১৩৮ কোটি টাকা জমা ছিলো, সেই টাকা বর্তমানে কোথায় আছে ? ওই টাকা এতদিনে কেন সাধারন আমানতকারীদের দেওয়া হয়নি ?
এছাড়াও সারদার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে CBI-এর হাতে যে টাকা আছে, সেই টাকা যাতে প্রস্তাবিত এক সদস্যের কমিটির কাছে পাঠানো যায় তাও বিবেচনায় রেখেছে আদালত৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ জুলাই৷