Thursday, August 28, 2025

প্রায় ৩ কোটি বছর অন্তর পৃথিবীর হৃদপিণ্ডেও ঘটে স্পন্দন, তখন আসে মহাপ্রলয়

Date:

আর পাঁচটা সাধারণ প্রাণের মত না হলেও পৃথিবীরও(Earth) হৃদপিণ্ড(Heart) রয়েছে। নিয়ম মেনে সেখানেও স্পন্দন হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাধারণ প্রাণীর মতো না হলেও পৃথিবীর হৃদপিণ্ডে হৃদস্পন্দন হয় ২ কোটি ৭৫ লক্ষ বছর অন্তর। আর যখন তা হয়, তখন পৃথিবীতে ঘটে মহাপ্রলয়। ফুঁসে ওঠে মহাসাগর। ঘুম ভাঙে সমস্ত আগ্নেয়গিরির। ভূপৃষ্ঠের নিচে অবস্থিত বিশাল টেকটনিক প্লেটগুলিতেও বড়সড় সরণ ঘটে। একে অন্যের পিঠে উঠে আসার কারণে গোটা পৃথিবী কেঁপে ওঠে প্রলয়ংকারী ভূমিকম্পে। সম্প্রতি এক গবেষণায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই তথ্য। বিজ্ঞানীরা এই সময়কালকে নাম দিয়েছে ‘জিওলজিক্যাল অ্যাক্টিভিটি’‌(geological activity)।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওসায়েন্স ফ্রন্টিয়ার্স’এ প্রকাশিত এক গবেষণা পত্রে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় দাবি করা হয়েছে পৃথিবীর এই হৃদস্পন্দনের ছন্দেই আজ থেকে ২৬ কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে। এই হৃদস্পন্দনের কারণেই তৈরি হয়েছে মহাসাগর ও নতুন নতুন মহাদেশ। তাদের আকার মানচিত্রে বদল এসেছে। এর কারণেই পৃথিবী থেকে একটা সময় গণহারে প্রাণের অবলুপ্তি ঘটেছিল। একাধিক তথ্যের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে বিজ্ঞানীদের তরফে। শুধু তাই নয় বিজ্ঞানীদের আরও দাবি, পৃথিবীর ২৬ কোটি বছরের জীবন কালে এখনো পর্যন্ত এই ঘটনা ঘটেছে ৮৯ বার। প্রায় ৭৫ লক্ষ বছর আগে শেষবার এমন একটি ঘটনা ঘটেছিল। ফলস্বরূপ বিজ্ঞানীদের দাবি, আগামী ২ কোটি বছরে এমন ঘটনা ঘটার তেমন কোনও সম্ভাবনা নেই পৃথিবীতে। তবে নির্দিষ্ট সময় অন্তর কেন এই ভূতাত্ত্বিক গঠন কাঠামো এমন আমুল রদবদল ঘটে তার কোনো উপযুক্ত কারণ এখনও পর্যন্ত খুঁজে পাননি গবেষকরা।

 

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version