Thursday, August 28, 2025

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমে এনআরসি (NRC) প্রক্রিয়ার প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হল ৷ এমনই জানিয়েছেন অসম পাবলিক ওয়ার্কের সভাপতি অভিজিৎ শর্মা ৷ তিনি জানিয়েছেন, একই সঙ্গে প্রতীক ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর নামেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে এনআরসি ফ্যামিলি ট্রি যাচাইয়ের কাজে কারচুপি করার অভিযোগ উঠেছে ৷

সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসির প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের এই সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ৷ ২০১৯-এর ৩১ অগস্ট এই প্রক্রিয়া শেষ হয় ৷ এরপরই দেখা যায় যে ১৯ লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়েছে ৷
সেই সময় থেকেই অভিযোগ উঠতে শুরু করে, অনেক বৈধ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ এই নিয়ে রীতিমতো রাজনৈতিক লড়াই শুরু হয় ৷ বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপিকেই কাঠগড়ায় তোলে ৷ সেইসময় বিজেপি জোর করে কিছু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায় বলেও অভিযোগ ওঠে ৷
এনআরসি-র এই পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন প্রতীক হাজেলা ৷ কিন্তু তিনি এই কাজে কারচুপি করেছেন বলে অভিযোগ করেন অসমের পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা ৷ তিনি এই নিয়ে অসম সিআইডির অতিরিক্ত ডিজিপির কাছে অভিযোগ জানান ৷ সেখানে তিনি দাবি করেন , প্রতীক হাজেলার সঙ্গে এই ঘটনায় জড়িত কিছু আধিকারিক, ডেটা এন্ট্রি অপারেটর, কয়েকজন সংখ্যালঘু নেতা ৷
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে যে অসমের এনআরসি প্রক্রিয়ায় যদি জালিয়াতি হয়ে থাকে, তাহলে যাঁদের নাম বাদ পড়ল, তাঁদের ভবিষ্যৎ কী হবে ? তাঁদের বিষয়টি কি আবার খতিয়ে দেখা হবে ? আর যদি কারও নাম ভুয়ো পরিচয় দিয়ে এনআরসি-তে থেকে যায়, তাহলে সেই নাম কীভাবে খুঁজে বের করা হবে ? এই প্রশ্নের উত্তরই এখন সরকারের কাছে চাইছেন অসমের বাসিন্দারা ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version