Friday, November 7, 2025

বিধানসভার PAC-র চেয়ারম্যান পদে আজই মনোনয়ন জমা দিতে পারেন মুকুল রায়

Date:

রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদের জন্য সম্ভবত আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)৷ বিধানসভা সূত্রে এমনই জানা গিয়েছে৷ এই পদে শাসক দল যে মুকুল রায়কেই বেছে নেবে, এমন জল্পনা আগেই ছিলো৷ আজ মনোনয়ন দাখিল করলে বিষয়টি আর জল্পনার স্তরে থাকবে না৷

সব কিছু ঠিক থাকলে আজ বেলা ৩টে নাগাদ মনোনয়ন পত্র জমা দেবেন মুকুল রায়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিন থেকেই এই পদে শাসক দলের পছন্দের তালিকায় তাঁর নামই রয়েছে৷ PAC-র চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়াই রীতি৷ তৃণমূলে (TMC) যোগদান করলেও বিধানসভার নথিতে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। সুতরাং, এবারও রীতি ভাঙ্গছে না৷ ২০১৬-র বিধানসভায় মানস ভুঁইয়া, শঙ্কর সিং-এর ক্ষেত্রেই এমনই হয়েছিল। দু-জনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর PAC-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিরোধী বিধায়ক হিসাবে। বিধানসভার নথিতে এই দু’জনই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক।

বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২ জুলাই। তার আগেই ২৮ জুন বিধানসভার ৪টি গুরুত্বপূর্ন কমিটি নির্বাচিত হবে। এই ৪ গুরুত্বপূর্ণ কমিটি হল পাবলিক আ্যাকাউন্টস কমিটি, কমিটি ফর পাবলিক আন্ডার টেকিং, এস্টিমেট কমিটি এবং কমিটি ফর লোকাল বডি ফান্ড। সবক’টি কমিটির জন্যই মনোনয়ন পত্র জমা পড়ার কথা আজই৷ গত শুক্রবার , বিধানসভার গুরুত্বপূর্ণ ৪ কমিটি সহ আরও ৬ কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব করেছে বিজেপি পরিষদীয় দল। ওইদিনই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। PAC-র চেয়ারম্যান পদে বিজেপির তরফে এই পদে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...

বাংলাদেশের ‘জুলাই বিপ্লবের’ প্রাণহানির দায় কার্যত স্বীকার হাসিনার! ওড়ালেন আর্থিক দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লবের ১৫ মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের...

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে...

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...
Exit mobile version