Wednesday, August 27, 2025

রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদের জন্য সম্ভবত আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)৷ বিধানসভা সূত্রে এমনই জানা গিয়েছে৷ এই পদে শাসক দল যে মুকুল রায়কেই বেছে নেবে, এমন জল্পনা আগেই ছিলো৷ আজ মনোনয়ন দাখিল করলে বিষয়টি আর জল্পনার স্তরে থাকবে না৷

সব কিছু ঠিক থাকলে আজ বেলা ৩টে নাগাদ মনোনয়ন পত্র জমা দেবেন মুকুল রায়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিন থেকেই এই পদে শাসক দলের পছন্দের তালিকায় তাঁর নামই রয়েছে৷ PAC-র চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়াই রীতি৷ তৃণমূলে (TMC) যোগদান করলেও বিধানসভার নথিতে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। সুতরাং, এবারও রীতি ভাঙ্গছে না৷ ২০১৬-র বিধানসভায় মানস ভুঁইয়া, শঙ্কর সিং-এর ক্ষেত্রেই এমনই হয়েছিল। দু-জনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর PAC-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিরোধী বিধায়ক হিসাবে। বিধানসভার নথিতে এই দু’জনই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক।

বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২ জুলাই। তার আগেই ২৮ জুন বিধানসভার ৪টি গুরুত্বপূর্ন কমিটি নির্বাচিত হবে। এই ৪ গুরুত্বপূর্ণ কমিটি হল পাবলিক আ্যাকাউন্টস কমিটি, কমিটি ফর পাবলিক আন্ডার টেকিং, এস্টিমেট কমিটি এবং কমিটি ফর লোকাল বডি ফান্ড। সবক’টি কমিটির জন্যই মনোনয়ন পত্র জমা পড়ার কথা আজই৷ গত শুক্রবার , বিধানসভার গুরুত্বপূর্ণ ৪ কমিটি সহ আরও ৬ কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব করেছে বিজেপি পরিষদীয় দল। ওইদিনই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। PAC-র চেয়ারম্যান পদে বিজেপির তরফে এই পদে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version