Thursday, November 6, 2025

ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

Date:

রাজ্যে ভোট পরবর্তী হিংসা(post poll violation) পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব গেরুয়া শিবির। বিজেপির সুরে সুর মিলিয়ে সরকারকে চাপে ফেলতে কোমর বেঁধে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। গেরুয়া শিবিরের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন(human rights commission)। বুধবার অভিযোগের সত্যতা যাচাই করতে এবার রাজ্যে পা রাখল তারা।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে আগামী কয়েকদিনে রাজ্যের নানান প্রান্তে পরিদর্শন করবে এই কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, অন্তত ৫ টি দলে ভাগ হয়ে আজকের যে সমস্ত প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গায় পরিদর্শনে যাবে মানবাধিকার কমিশনের সদস্যরা। গোটা রাজ্য ঘুরে দেখে তৈরি করা হবে রিপোর্ট। জানা যাচ্ছে তিন থেকে চার দিন রাজ্যে থেকে এই দল সমস্ত জায়গা পরিদর্শন করবে।

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ মেনে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল আগেই। যে কমিটিতে রয়েছে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্বে জায়গা দেওয়া হয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনিকে। রাজ্য থেকে কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য রাজু মুখোপাধ্যায়। বুধবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখল কমিটির কেন্দ্রীয় সদস্য।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version