Monday, August 25, 2025

এবার সারদা: সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আর্জি খারিজ, ফের গ্রেফতারির মুখে

Date:

আর্থিক প্রতারণার দায়ে ফের গ্রেফতারির মুখে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ৷

চিটফান্ড-কেলেঙ্কারিতে গ্রেফতারি এড়াতে যথাসম্ভব গোপনে ওড়িশা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ ওই আবেদন খারিজ করে দিয়েছে ওড়িশা হাইকোর্ট। এর ফলে CBI যে কোনও মুহুর্তে হেফাজতে নিতে পারে অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়কে৷

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ডিসেম্বর আইকোর চিটফাণ্ড সংক্রান্ত মামলায়
CBI তাঁকে গ্রেফতার করেছিলো। ১৮ মাস বন্দি থাকার পর ২০২০ সালের জুলাই মাসে তিনি জামিন পান৷

সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের এই আবেদনের শুনানি হয়
ওড়িশা হাইকোর্টের বিচারপতি শত্রুঘ্ন পূজারির এজলাসে৷ আগাম জামিনের আর্জির বিরোধিতা করে ওড়িশা হাইকোর্টে CBI জানায়, সুমন চট্টোপাধ্যায় ও তাঁর নিজস্ব কোম্পানি সারদা গ্রুপের দু’টি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই চুক্তির ভিত্তিতেই সারদা গ্রুপের ৪ কোটি ৫৪ লক্ষ টাকা সুমন এবং তাঁর সংস্থা হাতিয়ে নেয়। পরবর্তীকালে তিনি সাড়ে ৩ কোটি ফিরিয়ে দিলেও বাকি ১ কোটি ৪ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন সুমন৷ CBI বারংবার বকেয়া টাকা ফেরত দিতে বললেও রাজি হননি সুমন চট্টোপাধ্যায় ৷ ফলে CBI আইনি পদক্ষেপ করেছে৷ তাঁকে গ্রেফতার করার পরিস্থিতি তৈরি হয়েছে৷

CBI-এর এই সওয়ালের পরই সারদা অর্থলগ্নি সংস্থার সঙ্গে অভিযুক্তের যোগাযোগ থাকা এবং ওই সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ উল্লেখ করে বিচারপতি খারিজ করেন সুমনের আগাম জামিনের আবেদন৷ নির্দেশে বিচারপতি জানিয়েছেন, অভিযোগ খুবই গুরুতর। আবেদনকারী একজন প্রভাবশালী ব্যক্তি। সাংবাদিক হিসাবে তাঁর রাজনৈতিক যোগাযোগ রয়েছে। সেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায় করতে পারেন৷ তাই সুমন চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদ করতে পারে। একইসঙ্গে আদালত জানিয়েছে, সুমনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম জামিন মঞ্জুর করা হলে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে৷ বলা হয়েছে, তদন্তের স্বার্থে CBI যে কোনও পদক্ষেপ করতে পারে৷

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version