Monday, November 10, 2025

নন্দীগ্রাম-মামলার এজলাস বদলের দাবিতে এবার আইনি পথে মুখ্যমন্ত্রীর আইনজীবী

Date:

এবার বিচারপতি কৌশিক চন্দকেই নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর আইনজীবী৷ এই ধরনের আর্জিকে আইনি পরিভাষায় বলা হয় ‘Interlocutory’ আবেদন৷

নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর দাবিতে ওই বিচারপতির কাছেই এবার Interlocutory আবেদন করা হলো ( No GA1/2021)৷

মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, এই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছিলো৷ এই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি৷ ওদিকে এদিন হাইকোর্টের যে ‘কজ-লিস্ট’ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার, ২৪ জুন, এই মামলার শুনানি ধার্য হয়েছে ওই একই বিচারপতির এজলাসে৷ ”

মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, “এই ঘটনার পর বুধবারই মুখ্যমন্ত্রীর তরফে আলাদা একটি আবেদন দাখিল করা হয়েছে৷ বিচার-প্রক্রিয়া পক্ষপাতহীন করতে এছাড়া অন্য কোনও বিল্প আইনি পথ নেই৷ নতুন আবেদন করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দের কাছেই৷ নন্দীগ্রাম-নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছেন, সেই মামলা অন্য এজলাসে স্থানান্তরের আর্জি জানানো হয়েছে৷ কারণ হিসাবে বলা হয়েছে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার বিচার-প্রক্রিয়া চালু থাকলে, নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিচারপতি চন্দকেই এই মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে”৷

বৃহস্পতিবার মূল নন্দীগ্রাম ভোট নিয়ে দাখিল করা ‘ইলেকশন- পিটিশন’-এর শুনানির আগেই নতুন আবেদনটির শুনানি হতে পারে৷

আরও পড়ুন- বাংলাদেশের আর্থিক অগ্রগতিতে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে উজ্জল প্রসূন

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version