Monday, November 10, 2025

ফাঁকা বাড়ি, জমিয়ে ডিম-ভাত রান্না করে ৫০ হাজারের সামগ্রী নিয়ে পালাল দুষ্কৃতীরা

Date:

বাড়ির মালিক তালা ঝুলিয়ে অন্যত্র গিয়েছিলেন। চোরেরা তালা ভেঙে ঢুকে জমিয়ে ডিম ভাত রান্না করে প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিল। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ির সুভাষনগর এলাকায়।

ময়নাগুড়ির সুভাষনগরে একটি বাড়িতে কমল সরকার নামে একজন ধূপগুড়ির বাসিন্দা ও মঈনুদ্দিন নামের হেমাতাবাদের এক বাসিন্দা পরিবার সহ কর্মসূত্রে ভাড়া থাকেন। একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকতেন এই দুটি পরিবার। বেশ কিছুদিন আগে তারা বাড়িতে তালা লাগিয়ে উভয় পরিবারই নিজের বাড়িতে ফিরে যায়। বুধবার সকালে বাড়ির তালা দুটি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এর পর খবর দেন ভাড়াটে দুই পরিবারকে। ধূপগুড়ির কমল সরকার খবর পেয়ে ময়নাগুড়িতে আসেন। তিনি দেখেন, দুটি ঘরের তালা ভাঙা অবস্থা। ঘরের আসবাবপত্র সহ সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। এমনকি রান্নাঘরে ঢুকতেই কমল বাবুর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তিনি দেখেন ডিম ভাত রান্না হয়েছে। কিন্তু, সবটা না খেয়েই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কমলবাবু দেখার পর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গিয়ে সমস্ত বিষয় দেখেন এবং তদন্ত শুরু করেছেন।

পেশায় শিক্ষক কমল সরকার বলেন, ” আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে ঘরের এই অবস্থা দেখলাম। প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতীরা। টিভি সহ বেশ কিছু বাসন পত্র চুরি গেছে।” অন্যদিকে আরেক ভাড়াটে হেমতাবাদে থাকায় তাঁকে ফোন করা হলেও এখনো পর্যন্ত ময়নাগুড়িতে আসতে পারেননি। পুরো ঘটনাটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন- ‘নিখোঁজ বাবুল সুপ্রিয়’, সন্ধান চেয়ে জামুরিয়ায় পোস্টার

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version