Saturday, August 23, 2025

নন্দীগ্রাম-মামলার এজলাস বদলের দাবিতে এবার আইনি পথে মুখ্যমন্ত্রীর আইনজীবী

Date:

এবার বিচারপতি কৌশিক চন্দকেই নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর আইনজীবী৷ এই ধরনের আর্জিকে আইনি পরিভাষায় বলা হয় ‘Interlocutory’ আবেদন৷

নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর দাবিতে ওই বিচারপতির কাছেই এবার Interlocutory আবেদন করা হলো ( No GA1/2021)৷

মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, এই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছিলো৷ এই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি৷ ওদিকে এদিন হাইকোর্টের যে ‘কজ-লিস্ট’ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার, ২৪ জুন, এই মামলার শুনানি ধার্য হয়েছে ওই একই বিচারপতির এজলাসে৷ ”

মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, “এই ঘটনার পর বুধবারই মুখ্যমন্ত্রীর তরফে আলাদা একটি আবেদন দাখিল করা হয়েছে৷ বিচার-প্রক্রিয়া পক্ষপাতহীন করতে এছাড়া অন্য কোনও বিল্প আইনি পথ নেই৷ নতুন আবেদন করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দের কাছেই৷ নন্দীগ্রাম-নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছেন, সেই মামলা অন্য এজলাসে স্থানান্তরের আর্জি জানানো হয়েছে৷ কারণ হিসাবে বলা হয়েছে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার বিচার-প্রক্রিয়া চালু থাকলে, নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিচারপতি চন্দকেই এই মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে”৷

বৃহস্পতিবার মূল নন্দীগ্রাম ভোট নিয়ে দাখিল করা ‘ইলেকশন- পিটিশন’-এর শুনানির আগেই নতুন আবেদনটির শুনানি হতে পারে৷

আরও পড়ুন- বাংলাদেশের আর্থিক অগ্রগতিতে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে উজ্জল প্রসূন

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version