করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যে জারি বিধিনিষেধ। কিন্তু তার মধ্যেই বিধি মেনে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। ব্যতিক্রম নয়, কোচবিহারও (Coochbehar)। বৃহস্পতিবার, সকালে সেখানে

বড়বাবার স্নানযাত্রা হল মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir)। বড়বাবা হলেন মদনমোহন। রথযাত্রার আগে মদনমোহন বিগ্রহের স্নান যাত্রা হল।

আরও পড়ুন:বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত: ফেসবুক পোস্টে নদিয়ার রাজধানী নবদ্বীপ, মুখ্যমন্ত্রী জগন্নাথ!

সমুদ্র-নদী-কুয়ো-ডাবের জলে স্নান করানো হয় বিগ্রহকে। দুধ-ঘি দিয়েও স্নান করানো হয়। রাজআমল থেকেই মদনমোহন মন্দিরে স্নান যাত্রার অনুষ্ঠানের রীতি আছে। এদিন অন্যান্য দিনের মতো ঘুম ভাঙানোর পর একবার স্নান ও এরপর তিথি অনুযায়ী স্নানযাত্রা অনুষ্ঠান হয়। মন্দিরের বারান্দায় বিগ্রহকে নিয়ে আসা হয়। বারান্দায় বড় পাত্রে এই স্নান করান রাজপুরোহিতরা। করোনা বিধি মেনে এদিন মন্দিরে যান করেন ভক্তরাও। তবে ভক্তদের কিছু সময়ের জন্য বড়বাবাকে দর্শনের পর চলে যেতে হয়।

