Sunday, August 24, 2025

ধনকড়ের উত্তরবঙ্গ সফরে আসার প্রকৃত কারণ প্রকাশ্যে,  বার্লার সঙ্গে বৈঠক !

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (governor jagadeep dhankar) উত্তরবঙ্গ সফরে আসার আসল কারণ ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। সংবিধান (constitution), গণতন্ত্র (democracy) থেকে শুরু করে আইনের শাসনের কথা যিনি রোজ ফাটা রেকর্ডের মতো শোনান, তিনি এবার পৃথক উত্তরবঙ্গ (separate state) রাজ্যের দাবিদার বিজেপি সাংসদ জন বার্লার (mp john berla) সঙ্গে বৈঠকে বসলেন।

বৃহস্পতিবার দুপুর বারোটায় দার্জিলিঙের রাজভবনে (darjeeling rajvaban) চলে আসেন রাজ্যপাল। আর তাঁর আসার সঙ্গে সঙ্গেই আসরে অবতীর্ণ জন বার্লা। শুধু তাই নয়, বার্লার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ, ৯ জন পঞ্চায়েত সদস্য, একজন জেলা পরিষদ সদস্য ও প্রাক্তন সাংসদ দশরথ তিরকে (dasharath tirke)।

বার্লারা কী অভিযোগ করবেন? মূলত অভিযোগ করবেন, এইসব পঞ্চায়েত সদস্য, বা জনপ্রতিনিধিদের এলাকার পুলিশের ওসি চাপ দিচ্ছেন শাসক দলে যোগ দেওয়ার জন্য। শুধু তাই নয় ভয়ে নাকি অনেকে এলাকা ছাড়া। এসব অভিযোগ করার শেষে রাজ্যপাল যে ফের রাজ্যে গণতন্ত্র ও আইন-শৃঙ্খলা না থাকার অভিযোগ করবেন, তা নিশ্চিত করে বলা যায়। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট কথা, রাজ্যপাল বিজেপির এজেন্ট। তিনি বিজেপির ভাষা বলবেন না তো কার কথা বলবেন? কলকাতার রাজভবনকে পার্টি অফিস বানিয়েছেন, এবার দার্জিলিঙের রাজভবনকেও পার্টি অফিস বানাচ্ছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছেন। রাজ্যভাগ যারা করতে চাইছে, তাদের কথা বসে শুনছেন। গণতন্ত্রে এরচেয়ে ‘বড় বিদ্রূপ’ আর কী হতে পারে!

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version