জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রথতলায় বামেদের অভিনব প্রতিবাদ কর্মসূচি

পেট্রোল ডিজেলের দাম ক্রমেই উর্ধ্বমুখী । আজও কলকাতায় বেড়েছে এই দুই জ্বালানির দাম । এবার জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলঘড়িয়ার রথতলায় পেট্রলপাম্পের সামনে
বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অভিনব বিক্ষোভে সামিল হয় বাম শ্রমিক সংগঠন। উত্তর ২৪ পরগনার কামারহাটি রথতলা মোড়ে দড়ি দিয়ে ট্যাক্সি টেনে প্রতিবাদ জানান তারা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শো বাম কর্মী সমর্থক অংশ নেন । সিপিএম শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন , সরকার পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়ে মুনাফা লুঠছে। মানুষের স্বার্থে এরা কোনও নীতি গ্রহণ করে না। সাধারণ মানুষ কোভিড পরিস্থিতিতে নাজেহাল হচ্ছেন । তাই আমরা এদিন দড়ি দিয়ে ট্যাক্সি টেনে প্রতিবাদ জানিয়েছি। সাধারণ মানুষও বামেদের এই বিক্ষোভকে সমর্থন করেন । এই বিক্ষোভের জেরে বিটিরোডে তীব্র যানজটের সৃষ্টি হয় ।