Wednesday, November 5, 2025

দেবাঞ্জনকে জেরায় চাঞ্চল্যকর তথ্য: বাবা-মায়ের পরিচয় গোপন, অফিসে নকলের আড়ত

Date:

তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করছেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। বাবা-মায়ের সম্পর্কেও ভুল তথ্য দিল সে! তাঁর দাবি, কসবার ভ্যাক্সিনেশন ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন তাঁর বাবা-মা-মাসি। কিন্তু দেবাঞ্জনের মা অন্য কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি, তাঁর স্বামী মনোরঞ্জন দেব ও দেবাঞ্জনের বোন বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন। রুবির কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁরা টিকা নিয়েছেন। দেবাঞ্জনের বাবা মনোরঞ্জন দেবের ইতিমধ্যেই ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। মা ও বোন একটি করে ডোজ নিয়েছেন। এমনকি দেবাঞ্জন দেব নিজেও বেসরকারি হাসপাতাল থেকেই ভ্যাকসিন নিয়েছিলেন।

সূত্রের খবর, ইতিমধ্যেই দেবাঞ্জনের অফিসের কম্পিউটারে পাওয়া গিয়েছে নকল কোভিশিল্ড-এর লেবেল তৈরির গ্রাফিক্স। দেবাঞ্জনের অফিসের কম্পিউটার হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তাঁরা।

জানা গিয়েছে, শিয়ালদহ টাকি হাউজের ছাত্র ছিলেন দেবাঞ্জন দেব। চারুচন্দ্র কলেজ থেকে জুওলজিতে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্সের একটি কোর্সে ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। এরপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিসট্যান্স এডুকেশন প্রোগামের একটি কোর্সে ভর্তি হলেও শেষ করেননি দেবাঞ্জন। সূত্রের খবর, গত বছর করোনা পরিস্থিতিতে দেবাঞ্জন স্যানিটাউজারের ব্যবসা শুরু করেন। সে সময় তিনি বাগড়ি মার্কেট থেকে মাস্ক, স্যানিটাউজার, পিপিই কিট কিনে এনে বিক্রি করতে শুরু করেন। তদন্তে জানা যায়, সেই স্যানিটাইজারও নকল।

আরও পড়ুন-‘সেই কালো দিন ভোলার নয়’, এমার্জেন্সির ৪৬ তম বর্ষে মোদি-শাহের নিশানায় কংগ্রেস

পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাবা ভাল সরকারি চাকরি করতেন। বোনও মেধাবী ছাত্রী। কিন্তু দেবাঞ্জন লেখাপড়া করে তেমন কিছু করতে পারেননি বলে দাবি তাঁর। এরপরই নাকি তিনি পরিকল্পনা করেন, এমন কিছু করার যা তাঁকে সহজে জনপ্রিয়তা এনে দিতে পারে। তা থেকেই ‘ভুয়ো’ আইএএস। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে দেবাঞ্জন জানিয়েছেন, তিনি আইএএস-এর ছদ্মবেশ ধরার আগে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন। সমাজসেবামূলক কাজকর্ম করার নামে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা তুলতেন। সেই টাকাতেই চলত অফিসের ভাড়া মেটানো, গাড়ির ভাড়া মেটানো, গাড়ির চালকের বেতন দেওয়া, নিজের নিরাপত্তা রক্ষী ও অফিসের কর্মীদের মাসিক বেতন দেওয়া।

জানা গিয়েছে, ২০০৭ সালে মাদুরদহে আসে দেবাঞ্জনের পরিবার। প্রতিবেশীদের তাঁর বাবা মনোরঞ্জন জানিয়েছিলেন, ছেলে (দেবাঞ্জন) ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ভালো ইংরেজিতে অনুচ্ছেদ লিখেছিল। তাতে রাষ্ট্রপতি পুরস্কারও এনেছিল ঘরে। ছেলের আইএএস হওয়ার কথাও নাকি তাঁর বাবাই সকলকে জানিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version