Tuesday, November 11, 2025

ঘুরিয়ে আলাদা রাজ্যের দাবিকে কি ইন্ধন? দার্জিলিঙে বিজেপি যুবর স্মারকলিপি নিয়ে বিতর্কে রাজ্যপাল

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড় কেন দার্জিলিঙে এসেছেন তা আরও একবার সামনে এসে গেল। শুক্রবার বিজেপির শিলিগুড়ি সংগঠনিক কমিটির যুব শাখা গিয়ে উত্তরবঙ্গের জন্য আলাদা স্কুল সার্ভিস কমিশন, টি বোর্ডের উত্তরবঙ্গের অফিস, এইমসের ধাঁচে হাসপাতাল ও একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ ও আইআিটি, আইআইএম তৈরির দাবিতে স্মারকলিপি দেন। মোট ৯ দফা দাবিতে ৮ দফাতেই উত্তরবহ্গের জন্য সব কিছু পৃথকভাবে করার আর্জি জানানো হয়েছে। এমনকী, উত্তরকন্যায় নানা দফতরে উত্তরবঙ্গের জন্য পৃথক সচিব নিয়োগের দাবিও পেশ করেছেন তাঁরা।

যুব মোর্চার শিলিগুড়ি জেলার সভাপতি কাঞ্চন দেবনাথ জানান, উত্তরবঙ্গের পরিকাঠামো, শিল্প, কর্মসংস্থান, সার্বিক উন্নযনের দিকে একেবারেই নজর দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। তিনি অভিযোগ করেন, বাম আমল, কংগ্রেস জমানা কিংবা এখন তৃণমূলের সময়েও উত্তরবঙ্গ শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প ক্ষেত্রে বঞ্চিত। সেটাই তাঁরা লিখিতভাবে রাজ্যপালকে জানিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরকোধ করেছেন বলে কাঞ্চনবাবু জানান।

আরও পড়ুন-‘খেলা হবে’ এবার উত্তরপ্রদেশেও, যোগীরাজ শেষ করতে দিদির মন্ত্র নিলেন অখিলেশ

ঘটনাচক্রে, বৃহস্পতিবার বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক ও শিলিগুড়ির বাসিন্দা রথীন বসু সাংবাদিক সম্মেলন করে জানান, উত্তরবঙ্গের মানুষ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বাকি অংশের তুলনায় বঞ্চিত। তাই উত্তরবঙ্গের মানুষ যদি আলাদা রাজ্যের দাবি সরব হন তা নিয়ে কিছু বলার নেই রথীনবাবুর। তিনি মনে করেন, উত্তরবঙ্গের সিংহভাগ মানুষ যদি চান, তা হলে আলাদা উত্তরবঙ্গ রাজ্য হতেই পারে। কিন্তু, বিজেপির রাজ্য নেতৃত্ব বঙ্গভঙ্গের বিরুদ্ধে বলে তিনি সংযোজন করেন।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version