রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার হাওড়ার বালির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল প্রসঙ্গে বলেন,”ওঁকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। উনি পাগলা হাতির মতো মাথা নাড়েন। আমার ভাল লাগে।”
আরও পড়ুন-নারদ-মামলায় মুখ্যমন্ত্রীর আর্জি গৃহীত সুপ্রিম কোর্টে, হাইকোর্টে ‘হলফনামা-শুনানি’ ২৯ জুন
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে মদন মিত্র এদিন বলেন, “এ বার প্রধানমন্ত্রী ভোটপ্রচারে এসে বলেছিলেন, ‘মেরে দিদি হ্যায় তোলাবাজ’। এ তো বালির মস্তানরাও বলে না। আর বাংলার মানুষ দু’টো গালে দু’টো থাপ্পড় মারল, ২১৩। এখন লখনৌ-দিল্লি ডেলি প্যাসেঞ্জারি করো।” মদন রাজ্যপাল প্রসঙ্গে আরও বলেন , “আমার রাজ্যপালের মুখ দেখলেই ডিপ্রেশান হয়।”