Sunday, August 24, 2025

‘খেলা হবে’ এবার উত্তরপ্রদেশেও, যোগীরাজ শেষ করতে দিদির মন্ত্র নিলেন অখিলেশ

Date:

বঙ্গ নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের(TMC) ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বাংলায়। বঙ্গবাসীর মুখে মুখে ঘুরে বেড়াচ্ছিল এই রব। নির্বাচনী যুদ্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মত শীর্ষ নেতৃত্বকে ময়দানে নামিয়ে সমস্ত রকম চেষ্টা চালানো হলেও খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি(BJP)। তৃণমূলের এই নিরঙ্কুশ জয় জাতীয় রাজনীতিতে মমতাকে আলাদা জায়গা করে দিয়েছে। তবে এই জয়ের অন্যতম মন্ত্র হিসেবে রয়ে গিয়েছে তৃণমূলের ‘খেলা হবে’। বাংলার জনপ্রিয় খেলা হবে স্লোগান এবার ফিরে এলো ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। সম্প্রতি কানপুরে সমাজবাদী পার্টির(Samajwadi Party) হোডিং দেখা গেল বাংলার স্লোগান। সেখানে লেখা, ‘অব ইউপি মে খেলা হোই’। অর্থাৎ ‘এবার উত্তরপ্রদেশে খেলা হবে’। সেই হোর্ডিংয়ে দেখা যাচ্ছে সাইকেল চিহ্ন আর দলনেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)। সঙ্গে দুই স্থানীয় নেতা অভিষেক গুপ্তা ও ড. ইমরানকে।

এ প্রসঙ্গে কানপুরের দলীয় সভাপতি ইমরান বলেন, “কানপুর জুড়ে আমরা এই হোর্ডিং ছড়িয়ে দিয়েছি। কেননা খেলা তো এবার সত্যিই উত্তরপ্রদেশে। যেভাবে বাংলায় অশালীন ভাষা ব্যবহার করার প্রত্যাশিত ফলই পেয়েছে বিজেপি, একই ভাবে ২০২২ সালে উত্তরপ্রদেশেই একই ফলাফল হবে তাদের।” অর্থাৎ এটা পরিষ্কার, ২২-এর নির্বাচনে বিজেপিকে হারাতে বাংলার মন্ত্রকে সঙ্গী করেছে উত্তরপ্রদেশের বিরোধীদল সমাজবাদী পার্টি। নির্বাচনের বহু আগেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। লক্ষ্য একটাই যোগীকে ক্ষমতাচ্যুত করা।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের ভয়াবহ পরিস্থিতির জন্য আদিত্যনাথকে দায়ী করেছেন অখিলেশ যাদব। তিনি স্পষ্ট জানান ‘রাজ্যকে চরম বেকারত্বের মুখে ফেলে দিয়েছে যোগী সরকার। ধর্মের নামে হিংসা, খুন-ধর্ষণ এখন উত্তর প্রদেশে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। রাজ্যের অর্থনীতির এমন করুণ দশার জন্য যোগী সরকার দায়ী। মোদীর নামে আর মানুষ ভোট দেবে না বিজেপিকে। বিজেপির পতন অবশ্যম্ভাবী।’

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version