Thursday, December 25, 2025

করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়ঙ্কর হবে তৃতীয়, জানাল আইসিএমআর

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) মতো তৃতীয় ঢেউ (third wave) অত বড় আকারের না হলেও তার রূপ হবে ভয়ংকর। দাবি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (Indian council of medical research)। প্রথম ও দ্বিতীয় ঢেউ তুলনা করে গাণিতিক মডেলের ভিত্তিতে এই অনুমান করছে আইসিএমআর। যদিও তৃতীয় ঢেউ যে প্রথম এবং দ্বিতীয়কে ছাপিয়ে যাবে না, সে বিষয়ে এখনই নিশ্চিত সম্ভব নয়। কারণ বেশ কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে এটি। কোনও একটি ক্ষেত্রে শিথিলতা বা গাফিলতি থাকলে তা মারত্মক হয়ে যেতে পারে।

জানা গিয়েছে তৃতীয় ঢেউয়ে নতুন কোনও ভ্যারিয়েন্ট (new variant) আসতে পারে। যা অতি সংক্রামক। তার ক্ষতিকর প্রভাব সাংঘাতিক বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তৃতীয় ঢেউকে প্রভাবিত করতে পারে করোনার ডেল্টা প্লাস স্ট্রেন (delta plus screen)। তবে লকডাউন ও টিকাকরণের মাত্রা যদি সঠিক হয়, তাহলে তৃতীয় ঢেউ অনেকাংশেই কমানো সম্ভব হবে। অন্তত তেমনটাই মনে করছে আইসিএমআরের চিকিৎসকরা।

 

বিজ্ঞানীদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, মানুষের সচেতনতা। দুই স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামো। তিন প্রত্যেকের টিকাকরণ। আইসিএমআরের মতে, করোনাবিধি কঠোর এবং ঠিকভাবে পালন। স্যানিটাইজার ও মাস্কের সঠিক ও নিয়ম অনুযায়ী ব্যবহার। তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হতে পারে কমবয়সীরা। সেইসঙ্গে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

 

কোনও প্রমাণ না থাকলেও একাধিক বিশেষজ্ঞের এমন মত। তাই ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য সেইমতো পরিকল্পনামাফিক স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৃতীয় ঢেউকে অনেকটাই প্রশমিত করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের। ব্রিটেনের উদাহরণ বলছে, করোনা টিকা ডেল্টা প্লাসের বিরুদ্ধেও কাজ করছে। টিকার দু’টি ডোজ় নেওয়া থাকলে অনেকাংশেই কম প্রভাব পড়ছে। তাই কেন্দ্র দ্রুত টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তা পূরণ করতে পারলেই তৃতীয় ঢেউ অনেকাংশে সামলানো যাবে বলে মত গবেষকদের।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...