Monday, August 25, 2025

খুলছে রহস্যের জট, কসবা ভ্যাকসিন কাণ্ডে ধৃত ভুয়ো IAS-এর আরও ৩ সঙ্গী

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেবকে (Debanjan Dev) জেরা করে ভ্যাকসিন জালিয়াতি কাণ্ডে তার আরও তিন সাগরেদকে গ্রেফতার করলো লালবাজার গোয়েন্দা শাখার (Lalbazar DD) পুলিশ। ধৃতদের মধ্যে শান্তনু মান্না নামে তালতলা থানা এলাকার এক ব্যক্তি রয়েছে। দেবাঞ্জন দেবের হয়ে শান্তনু ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা নিত বলেই জানা যাচ্ছে। এছাড়া ধৃত বাকি দু’জন হলেন শান্তনু দাস ও রবিন সিকদার। এদের বিরুদ্ধে কলকাতা পুরসভার (KMC) নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে। ধৃতদের আজ, আলিপুর আদালতে তোলা হবে।

 

জানা যাচ্ছে, ভুয়ো ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার জন্য ১৩ জনের বিশেষ টিম ছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেবের। ওই ১৩ জনের টিমের ১১ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এই টিমের সদস্যদের চিকিৎসা সম্পর্কে আদৌ কি কোনও ধ্যান-ধারণা ছিল? এরা কী আদপে চিকিৎসক-স্বাস্থ্য কর্মী বা নার্স? তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের সঙ্গে কথা বলে রহস্যের শিকড়ে পৌঁছতে চাইছেন গোয়েন্দারা।

 

অন্যদিকে, ভুয়ো IAS দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় একাধিক ব্যক্তি ও সংস্থা একের পর এক অভিযোগ দায়ের করে চলেছে। কসবা থানায় আরও তিনটি প্রতারণা ও জালিয়াতির অভিযোগও দায়ের হয়েছে। প্রথম অভিযোগটি দায়ের করেছে একটি বেসরকারি সংস্থা। অভিযোগ, ওই সংস্থার ১৭২ জন কর্মীকে টিকা দেওয়ার বিনিময়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিল দেবাঞ্জন দেব। দ্বিতীয় অভিযোগটি করেছেন একজন কন্ট্রাক্টর। নির্মাণের নাম করে তাঁর থেকে ৯০ লক্ষ টাকা নিয়েছিল অভিযুক্ত। তৃতীয় অভিযোগটি করেছে একটি ওষুধ সংস্থা। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ওই সংস্থার থেকে ৪ লক্ষ টাকা নিয়েছিল দেবাঞ্জন। অর্থাৎ, ভুয়ো IAS-এর জাল অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই তদন্তকারীদের। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, দেবাঞ্জনের মাথার উপর কোনও প্রভাবশালীর হাত ছিল কি-না!

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...