করোনার ডেল্টা স্ট্রেনই বিশ্বে সবচেয়ে সংক্রামক, ফের সতর্ক করল WHO

করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত কিছুটা কমার পরিস্থিতির মধ্যেই তৃতীয় ঢেউর আশঙ্কা নিয়ে আগাম সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই করোনার দুবার অভিযোজিত বি.১.৬১৭ স্ট্রেন বা ডেল্টা স্ট্রেনকেই বিশ্বের সবচেয়ে সংক্রামক স্ট্রেনের তকমা দিল হু (WHO)। সতর্ক করে বলা হয়েছে, তৃতীয়বারের করোনা অভিঘাতে মারাত্মক সংক্রামক ডেল্টা স্ট্রেনের কারণেই সংক্রমণ লাগামছাড়া হওয়ার আশঙ্কা। ডেল্টা স্ট্রেন হল বি.১.৬১৭। এটি মূলত ডবল মিউট্যান্ট স্ট্রেন। গত বছর অক্টোবরে এটি ভারতে ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আসল কারণ ডেল্টাই। ডেল্টা হল দুটি স্ট্রেনের মিশ্রণ। ই৪৮৪কিউ (E484Q) ও এল ৪২৪আর (L424R) এই দুই স্ট্রেন মিলে তৃতীয় স্ট্রেন ডেল্টা তৈরি হয়েছে। যা আগের থেকে বেশি ক্ষতিকারক। ডেল্টা স্ট্রেন ফের নিজের মিউটেশন ঘটিয়ে ডেল্টা প্লাস স্ট্রেন গঠন করেছে। আগের ডেল্টা ভ্যারিয়েন্টে যে এন৫০১ওয়াই মিউটেশন হয়েছিল, তার সঙ্গে নতুনভাবে কে৪১৭এন মিউটেশনও হয়েছে, অর্থাৎ নতুন ডেল্টা প্লাসে ভাইরাসের দুটি অভিযোজিত রূপই রয়েছে।

হু-র ডিরেক্টর জেনারেল ড. টেডরস অ্যাডানম ঘেব্রেইসাস জানান, সারা বিশ্বে ছড়াচ্ছে এই ডেল্টা স্ট্রেন। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্ট্রেন হতে চলেছে এই ডেল্টা। ইতিমধ্যে ৭৪টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। ভারতেও একাধিক আক্রান্তের মধ্যে এর সন্ধান মিলেছে। যেহেতু এই স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই দ্রুত গরিব দেশগুলির হাতে টিকা তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন হু প্রধান। বিশ্বে টিকা বৈষম্যের বিরোধিতা করে এনিয়ে উন্নত দেশগুলির মনোভাব নিয়ে আক্ষেপ শোনা যায় হু প্রধানের গলায়। তিনি বলেন, অনেক দেশের ধারণা আফ্রিকার তথাকথিত অনুন্নত দেশগুলি টিকার ব্যবহার করতে পারবে না। এই মনোভাবে পরিবর্তন আসা উচিত। উন্নত দেশগুলির এই কাজ বিশ্বে বৈষম্যের চেহারাকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে।

 

Previous articleখুলছে রহস্যের জট, কসবা ভ্যাকসিন কাণ্ডে ধৃত ভুয়ো IAS-এর আরও ৩ সঙ্গী
Next articleবিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর